কুবিছি আন্তর্জাতিক মরুভূমি ফোরাম-২০০৭ ২৬ আগষ্ট উত্তর চীনের অন্তর্মঙ্গোলিয়া স্বায়ত্তশাসিত অঞ্চলের কুবুছি মরুভূমি পার্কে শুরু হয়েছে।
এবারের ফোরামের প্রসঙ্গ হচ্ছে "মরুভূমি, প্রাকৃতিক পরিবশ এবং নতুন জ্বালানী"। ফোরামে অংশগ্রহণকারীদের মধ্যে রয়েছেন: চীন এবং সংশ্লিষ্ট দেশ ও আন্তর্জাতিক সংস্থার কর্মকর্তা, বিশেষজ্ঞ এবং শিল্পপতিগণ। এবারের ফোরামের উদ্দেশ্য হলো বিশ্বের প্রাকৃতিক পরিবেশ সুরক্ষা, মরুকরণ প্রতিরোধ এবং নতুন জ্বালানীসম্পদ উন্নয়ন ও ব্যবহারের ক্ষেত্রে বিভিন্ন দেশের সরকার এবং জনগণের চেতনাকে উন্নত করা।
অর্ধ শতাব্দীরও বেশী সময় ধরে মানবজাতির অতিরিক্ত চাষাবাদ ও পশু পালন এবং বণাঞ্চলের ধ্বংস করণের ফলে পানি ও মাটির ক্ষয় তীব্র আকার ধারণ করেছে এবং সারা বিশ্বে মরুভূমির আওতা বাড়ছে। (লিলি)
|