পিপলস ডেইলির ২৫ আগষ্টের এক খবরে প্রকাশ, চীন বিশ্বের বৃহত্তম জুতা উত্পাদনকারী ও রফতানিকারক দেশে পরিণত হয়েছে।
চীনের হস্তশিল্প আমদানি-রফতানি বাণিজ্য সমিতির চেয়ারম্যান ওয়াং হানচিয়াং সম্প্রতি চীনের জুতা শিল্প সংস্থা প্রতিষ্ঠার সম্মেলনে বলেছেন, গত কয়েক বছরে চীনের জুতা শিল্পের দ্রুত উন্নতি হয়েছে। চীন প্রতি বছর বিভিন্ন ধরণের ১০ বিলিয়ান জোড়া জুতা উত্পাদন করে। এ বছরের প্রথম ছয় মাসে চীন ৪.৪ বিলিয়ান জোড়া জুতা রফতানি করেছে, এতে আয় হয়েছে ১২বিলিয়ন মার্কিন ডলার।
তিনি বলেছেন, ২০০৬ সালে চীন ৭.৮ বিলিয়ন জোড়া জুতা রফতানি করেছে। এক জোড়া জুতার গড়পড়তা দাম শুধু ২.৮ মার্কিন ডলার। (মুক্তা)
|