২০০৭ সালের ছিংতাও আন্তর্জাতিক নৌকা বাইচ প্রতিযোগিতা ২৪ আগস্ট পূর্ব চীনের উপকূলবর্তী শহর ছিংতাও শহরে শেষ হয়েছে। এ প্রতিযোগিতা হচ্ছে 'সৌভাগ্যের পেইচিং' ধারাবাহিক প্রতিযোগিতার একটি অংশ।
ছিংতাও আন্তর্জাতিক নৌকা বাইচ প্রতিযোগিতা -২০০৭ অলিম্পিক গেমসের মানদন্ড অনুসারে অনুষ্ঠিত হয় এবং বিশ্বের বিভিন্ন দেশের শ্রেষ্ঠ খেলোয়াড়দের আকৃষ্টি করেছে। ৯ দিনব্যাপী তুমুল প্রতিদ্বন্দ্বিতার পর বৃটেন পাঁচটি স্বর্ণপদক ও একটি রৌপ্যপদক পেয়ে পদক তালিকার প্রথম স্থান লাভ করেছে। চীনের কেবল তিন জন খেলোয়াড় পদক পেয়েছেন। চৌ ইউয়ান কুও পুরুষ সেইল-বোর্ডিং-এর রানাস-আপ হয়েছেন। ইন চিয়ান নারী সেইল-বোর্ডিং-এ পঞ্চম হয়েছেন। ইং লিং নৌকা বাইচ- এর ষষ্ঠ স্থানে রয়েছেন।
এবারের নৌকা বাইচ প্রতিযোগিতায় ৯টি শ্রেণীর ১১টি ইভেন্টে প্রতিযোগিতা হয়েছে। মোট ৪৯টি দেশ ও অঞ্চলের ৩৮৫ জন খেলোয়াড় প্রতিযোগিতায় অংশ নিয়েছেন। পেইচিং ২০০৮ অলিম্পিক গেমসের আগে এটি সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি প্রতিযোগিতা হিসেবে ছিংতাওয়ের স্টেডিয়াম ও প্রতিযোগিতার সাংগঠনিক কাজ ব্যাপক প্রশংসা পেয়েছে। (ইয়ু কুয়াং ইউয়ে)
|