জাতিসংঘ নিরাপত্তা পরিষদে ২৪ আগষ্ট গৃহীত একটি সিদ্ধান্তে লেবাননে জাতিসংঘের অস্থায়ী বাহিনীর কার্যমেয়াদ আরো এক বছর অর্থাত্ আগামী বছরের ৩১ আগষ্ট পর্যন্ত বাড়িয়ে দেয়া হয়েছে।
সিদ্ধান্তে লেবাননে জাতিসংঘের অস্থায়ী বাহিনীর ইতিবাচক ভূমিকার স্বীকৃতি দেয়া হয়েছে। সিদ্ধান্তে বলা হয়েছে যে, নিরাপত্তা পরিষদের বাহিনী এবং লেবাননের সশস্ত্র বাহিনী লেবাননের দক্ষিণাঞ্চলে একটি নতুন কৌশলগত পরিবেশ সৃষ্টি করেছে। সিদ্ধান্তে বিভিন্ন সংশ্লিষ্ট পক্ষকে বৈরিতা বন্ধ করার প্রতিশ্রুতি মেনে চলা এবং মনযোগ দিয়ে লেবাননে জাতিসংঘ বাহিনীর সৈন্যদের নিরাপত্তার দায়িত্ব পালনের আহ্বান জানানো হয়েছে।
ই ইউ'র পালাক্রমিক সভাপতি রাষ্ট্র পর্তুগাল এদিন প্রকাশিত এক বিবৃতিতে জাতিসংঘ নিরাপত্তা পরিষদে তাদের অস্থায়ী বাহিনীর কার্যমেয়াদ বাড়ানোকে স্বাগত জানিয়েছে।
বিবৃতিতে বলা হয়েছে, লেবাননের সশস্ত্র বাহিনীর মতো লেবাননে জাতিসংঘের অস্থায়ী বাহিনী নিরাপত্তা পরিষদের সিদ্ধান্ত বাস্তবায়ন ও লেবাননের দক্ষিণাঞ্চলের নিরাপত্তা সুরক্ষার ক্ষেত্রে মিলিতভাবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে এবং লেবাননের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও ভূভাগীয় অখন্ডতা সুরক্ষার ক্ষেত্রে বিশাল অবদান রেখেছে। (লিলি)
|