ভারতের প্রতিরক্ষা মন্ত্রী এ কে অ্যান্টোনি ২৪ আগস্ট সফররত জাপানের প্রতিরক্ষা মন্ত্রী ইউরিকো কৌকের সঙ্গে সাক্ষাত করেছেন। দু'পক্ষ অধিকতরভাবে প্রতিরক্ষা কাজ জোরদার করার কথা প্রকাশ করেছে।
ভারত সরকার এক তথ্য-বিবরনীতে বলেছে, অ্যান্টোনি ও ইউরিকো কৌকে সাম্প্রতিক বছরগুলোতে তাদের চলমান প্রতিরক্ষা সহযোগিতায় সন্তোষ প্রকাশ করেছেন। এর পাশা পাশি দু'দেশ সামুদ্রিক নিরাপত্তা, বৈজ্ঞানিক ও প্রযুক্তিগত গবেষণা ও উন্নয়ন এবং তথ্য বিনিময় ক্ষেত্রে জোরালো সহযোগিতা চালানোর ইচ্ছা প্রকাশ করেছে।
বিবরীতে আরো বলা হয়েছে যে, দু'পক্ষ সন্ত্রাসদমন বিষয় নিয়ে আলোচনা করেছে। তাছাড়া, জাপানের কর্মকর্তাগণ ভারতের সামরিক ইন্সটিটিউটে প্রশিক্ষণ নেবেন এবং জাপান ভারতের প্রতিনিধিদের টোকিও প্রতিরক্ষা ফোরামে অংশ নেয়ার জন্য আমন্ত্রণ জানাবে।
(খোং চিয়া চিয়া)
|