২৩ আগস্ট পেইচিংয়ে প্রকাশিত চায়না ব্যাংকের এক বিবরণীতে বলা হয়েছে , এ বছরের প্রথমার্ধে চায়না ব্যাংকের করমুক্ত মুনাফা গত বছরের অনুরূপ সময়ের তুলনায় ৫১.৭ শতাংশ বেড়ে ২৯.৫ বিলিয়ন ইউয়ানে দাঁড়িয়েছে ।
বিবরণীতে বলা হয়েছে , জুন মাসের শেষ দিক পর্যন্ত চায়না ব্যাংকের পুঁজির মোট মূল্য গত বছরের শেষ নাগাদের চেয়ে ১০ শতাংশ বেড়েছে । অলস ঋণের পরিমাণ কিছুটা কমেছে এবং পুঁজির পরিমাণ আন্তর্জাতিক মানদন্ডের চেয়ে অনেক বেশি ।
চায়না ব্যাংকের গভর্নর লি লি হুই বলেন , চায়না ব্যাংকের করমুক্ত মুনাফা বিপুলমাত্রায় বেড়েছে , তার মূলে রয়েছে নাগরিকদের আমানতের দ্রুত বৃদ্ধি এবং ঋণ নিয়ন্ত্রণ ও ব্যাংকের ব্যবস্থাপনার সাফল্য ।(থান ইয়াও খাং)
|