চীন সরকার সিদ্ধান্ত নিয়েছে যে , এখন থেকে পরবর্তী ৪ মাসের মধ্যে চীনে পণ্যের গুণগত মান ও খাদ্যের নিরাপত্তা জোরদার করার লক্ষে দেশজুড়ে একটি অভিযান চালানো হবে ।
চীনের উপ-প্রধানমন্ত্রী উ ই ২৩ আগস্ট জোর দিয়ে বলেছেন , এটা এমন একটি অভিযান , যার মাধ্যমে সাধারণ মানুষের সুস্বাস্থ্য ও স্বার্থ এবং চীনের পণ্য ও দেশের মর্যাদা সুরক্ষা করা যাবে ।
কৃষি দ্রব্য , প্রক্রিয়াজাত খাদ্য , রেস্তোরাঁর খাওয়া দাওয়া ও পরিসেবা , ওষুধপত্র এবং আমদানি ও রফতানিকৃত দ্রব্য এই অভিযানের কার্যক্রমে অন্তর্ভুক্ত রয়েছে ।
রফতানিকৃত দ্রব্যের ওপর বিশেষভাবে গুরুত্ব দেয়া হয়েছে । এই অভিযানের নিয়মবিধি অনুযায়ী , যে সব রফতানিকৃত দ্রব্য উত্পাদনকারী শিল্প প্রতিষ্ঠান পরীক্ষা ও কোয়ারেন্টাইন এড়িয়ে যাবে , সে সব শিল্প প্রতিষ্ঠানের ওপর শাস্তি আরোপ করা হবে । এ বছরের শেষ নাগাদ চীনের রফতানিকৃত দ্রব্যের পরিবহন ও প্যাকিং-এর জন্য পরীক্ষা ও কোয়ারেন্টাইনের চিহ্নের প্রয়োজন হবে । (থান ইয়াও খাং)
|