চায়না মোবাইল কোম্পানি পাকিস্তানের উত্তরাঞ্চলে মোবাইল টেলি-যোগাযোগ পরিসেবার লাইসেন্স পেয়েছে । এ থেকে বোঝা যায় , চায়না মোবাইল সমগ্র পাকিস্তানে মোবাইল টেলি-যোগাযোগ পরিসেবা দেয়ার যোগ্যতা অর্জন করেছে ।
পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী সিকান্দার ইকবাল রাও , পাকিস্তানের টেলি-যোগাযোগ কর্তৃপক্ষের চেয়ারম্যান এবং পাকিস্তানে চীনা রাষ্ট্রদূত লো চাও হুই প্রমুখ এ দিন ইসলামাবাদে অনুষ্ঠিত এই লাইসেন্স বিতরণী অনুষ্ঠানে অংশ নিয়েছেন । পাক সরকার এই প্রকল্প নির্মাণের ক্ষেত্রে ব্যাপকভাবে সমর্থন করায় লো চাও হুই তার বক্তৃতায় ধন্যবাদ জানিয়েছেন । তিনি মনে করেন , এতে দু'দেশের ভ্রাতৃপ্রতিম বন্ধুত্বকে তুলে ধরা হয়েছে ।
পাক প্রতিরক্ষা মন্ত্রী রাও বলেছেন , পাকিস্তানে পুঁজি বিনিয়োগের জন্য চীনের আরো বেশি শিল্প প্রতিষ্ঠানকে পাকিস্তান স্বাগত জানাচ্ছে । (থান ইয়াও খাং)
|