ব্রাজিল সফররত আন্তর্জাতিক তহবিল সংস্থার প্রেসিডেন্ট রোডরিগো রাটো ২৩ আগষ্ট বলেছেন , তহবিল বাজারের সংকট রোধ করার জন্য তহবিল সংস্থা আরও নমনীয় ব্যবস্থা নেবে এবং নতুন অর্থনৈতিক গোষ্ঠীকে অর্থ সংগ্রহ করার আরও বড় অবকাশ দেবে ।
তিনি বলেছেন , যুক্তরাষ্ট্রের দ্বিতীয় শ্রেণীর বাড়িঘরের মর্টগেজ ঋণ বাজারে সংকট দেখা দেয়ার পর আন্তর্জাতিক তহবিল বাজারে আলোড়ন সৃষ্টি হয়েছে । তহবিল সংস্থা সময়োচিত ও উন্নতমানের স্বয়ংক্রিয় ঋণ ব্যবস্থা গড়ে তুলছে । যে কোনো অর্থনৈতিক গোষ্ঠীপ্রয়োজন হলে এই ব্যবস্থার মাধ্যমেসময়োচিতভাবে সাহায্য দিতে পারবে বলে তিনি আশা করেন ।
রাতো বলেছেন, এই নতুন ব্যবস্থার উদ্দেশ্য হল উন্নয়নশীল দেশগুলোরঅর্থনৈতিক সংকট রোধ করা । তিনি বলেছেন , তহবিল সংস্থা পরবর্তী কয়েক সপ্তাহের মধ্যেই এই ঋণ ব্যবস্থার নিয়ম ঘোষণা করবে ।
|