২৩ আগষ্ট সাংহাই শহরে অনুষ্ঠিত চীন ও জার্মানীর আধুনিক নির্মাণের সাশ্রয় প্রকৌশল সম্পর্কিত এক সেমিনারে চীনের পূর্ত মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা বলেছেন , বর্তমানে বিশ্বের অর্ধেক নতুন বাড়িঘর চীন দেশে নির্মিত হচ্ছে ।
এক পরিসংখ্যানে জানা গেছে , বিগত ১০ বছরে চীনের বাড়িঘর নির্মাণ দ্রুতভাবে বেড়ে গেছে । প্রতি বছর মোট২০০ কোটি থেকে ৪০০ কোটি বর্গমিটার আয়তনের বাড়িঘর নির্মাণ করা হচ্ছে। এর মধ্যে ১৬০ কোটি থেকে ২২০ কোটি বর্গমিটার আয়তনের বাড়িঘর নির্মাণ সম্পন্ন হয়েছে । বার্ষিক বৃদ্ধির হার হল ৮ থেকে ১০ শতাংশ । ২০০৫ সালের শেষ নাগাদ সারা চীনে মোট ৪৩০০ কোটি বর্গমিটারের বাড়িঘর নির্মিত হয়েছে বা এখনো হচ্ছে ।
পূর্ত মন্ত্রণালয়েরসংশ্লিষ্ট কর্মকর্তা বলেছেন , ২০১৫ সালে সারা বিশ্বের বেশির ভাগ নতুন বাড়িঘর চীনে নির্মিত হবে এবং ২০২০ সালের শেষ দিকে সারা চীনের বাড়িঘর নির্মাণেরআয়তন ৬৮৬০ কোটি বর্গমিটারে দাঁড়াবে বলেও অনুমাণ করা হচ্ছে ।
|