চীনের বাণিজ্য মন্ত্রণালয়ের তথ্য বিভাগের একজন মুখপাত্র ২৪ আগষ্ট পেইচিংয়ে বলেছেন , আর্জেটিনা চীনের বেশ কয়েকটি পণ্যদ্রব্যের ওপর যে সীমিত রাখার ব্যবস্থা নিয়েছে চীন তার ওপর অত্যন্ত গুরুত্ব দিচ্ছে এবং আরও ব্যবস্থা নেয়ার অধিকার সংরক্ষণ করছে ।
জানা গেছে , আর্জেটিনা সরকার ১৭ আগষ্ট হঠাত ঘোষণা করেছে যে , তারা টায়ার, পোশাক, খেলনা , চামড়া, জুতা , বস্ত্রবয়ন , সাইকেল ও কম্পিউটার সহ চীনের তৈরী পণ্যদ্রব্যের আমদানি সীমিত করার ব্যবস্থা নেবে । আর্জেটিনার শুল্ক বিভাগ ১৭ আগষ্ট সকালে চীন থেকে আসা সব কনটেইনার এবং আংশিক দক্ষিণ-পূর্ব এশিয় দেশের কনটেইনারের সব কাজ বন্ধ করে দিয়েছে । চীনের বাণিজ্য মন্ত্রণালয়ের একজন মুখপাত্র বলেছেন , বিশ্ব বাণিজ্য সংস্থার একটি প্রতিষ্ঠাতা দেশ হিসেবে আর্জেটিনা সরকার বিশ্ব বাণিজ্য সংস্থার নিয়ম উপেক্ষা করে আর্জেটিনার বাজারে চীনের পণ্যদ্রব্য প্রবেশে বাধা দিয়েছে । তাদের এই আচরণ তাদের করনীয় বহুমুখী দায়িত্বকে লংঘন করেছে এবং চীনকে বিশ্ব বাণিজ্য সংস্থার দেয়া স্বার্থের ক্ষতি সাধন করেছে ।
|