চীনের শিল্প ও বাণিজ্য ব্যাংক লিমিটেড কোম্পানির ২৩ আগস্ট পেইচিংয়ে প্রকাশিত রিপোর্টে জানা গেছে, এ বছরের প্রথমার্ধে শিল্প ও বাণিজ্য ব্যাংকের করমুক্ত মুনাফা ৪১.৪ বিলিয়ন ইউয়ান । গত বছরের একই সময়ের তুলনায় তা ৬১.৪ শতাংশ বেড়েছে।
এবার হচ্ছে চীনের শিল্প ও বাণিজ্য ব্যাংকের গত অক্টোবর মাস শাংহাই ও হংকংয়ে একই সময় তালিকাভূক্ত হওয়ার পর প্রকাশিত প্রথম রিপোর্ট। এই রিপোর্টে বলা হয়েছে, এ বছরের প্রথমার্ধে শিল্প ও বাণিজ্য ব্যাংক পরিবহন, জ্বালানি সম্পদ ও বুনিয়াদী ব্যবস্থা নির্মাণসহ বিভিন্ন খাত এবং সুষ্ঠু উন্নয়নের ছোট ছোট শিল্পপ্রতিষ্ঠান ও ব্যক্তিকে ঋণ দেয়ার ওপর গুরুত্ব দেয়। অলস ঋণের মূল্য ও হার অনেকটা কমে গেছে। (পান্না)
|