'ইউ এন ও সি আই'র ভারপ্রাপ্ত দলনেতা আবো মুসা ২৩ আগস্ট কোটেডিআইভরির অর্থনৈতিক রাজধানী আবিদজানে বলেছেন, জাতিসংঘ কোটেডিআইভরির শান্তিপূর্ণ প্রক্রিয়াকে এক মিলিয়ন মার্কিন ডলার সমপরিমান সাহায্য করবে।
এ দিন এক প্রেস ব্রিফিং-এ তিনি বলেছেন, কোটেডিআইভরির শান্তিপূর্ণ প্রক্রিয়ার সমন্বয়কারী, বুর্কিনাফাসোর প্রেসিডেন্ট ব্লেইজ্ কমপাওরে তার একজন প্রতিনিধিকে আবিদিজানে নিযুক্ত করবেন। জাতিসংঘ এবারের সাহায্য তহবিল দেবে, যাতে কোটেডিআইভরির শান্তিপূর্ণ প্রক্রিয়াকে ত্বরান্বিত করা যায়।
এর পাশা পাশি মুসা জাতিসংঘ 'ওয়াগাদৌগো চুক্তি'কে সমর্থন করার কথা আবার ঘোষণা করেছেন এবং কোটেডিআইভরির বিভিন্ন রাজনৈতিক শক্তিকে কঠোরভাবে এই চুক্তির বিষয় মেনে চলার আহ্বান জানিয়েছেন।
(খোং চিয়া চিয়া)
|