v চীন আন্তর্জাতিক বেতারv বাংলা বিভাগv চীনের বিশ্ব কোষ
China Radio International
পর্যটনসংস্কৃতিবিজ্ঞানখেলাধুলাকৃষিসমাজঅর্থ-বাণিজ্যশিক্ষার আলো
চীনা সংবাদ
বিশ্ব সংবাদ
চীনের কণ্ঠ
সংবাদ ব্যক্তিত্ব
সংবাদের প্রেক্ষাপট
নানা দেশ
কুইজ
আবহাওয়া

মহা মিলন ২০০৮ পেইচিং অলিম্পিক গেমস

ভয়াবহ ভূমিকম্প দক্ষিণ-পশ্চিম চীনে আঘাত হেনেছে

লাসায় ১৪ মার্চ যা ঘটেছিল

ইয়ুন নান প্রদেশ

দক্ষিণ এশিয়া

তৃতীয় নয়ন
আরো>>
(GMT+08:00) 2007-08-24 17:05:58    
পিপলস ডেইলি পত্রিকায় বলা হয়েছে, চীনে গ্রামাঞ্চলে চমকপ্রদ সংস্কার ও ব্যাপক পরিবর্তন ঘটছে

cri
    ২৪ আগষ্ট পিপলস ডেইলি পত্রিকায় প্রকাশিত একটি প্রবন্ধে বলা হয়েছে, চীনের গ্রামাঞ্চলে চমকপ্রদ সংস্কার ও ব্যাপক পরিবর্তন ঘটছে।

    প্রবন্ধে বলা হয়েছে, চীনের কমিউনিষ্ট পার্টির ১৬ তম জাতীয় কংগ্রসের পর থেকে চীন গ্রামকে সমর্থন করা এবং কৃষি শিল্পে সেবা যোগানোর নীতি নির্ধারণ করেছে। এ ছাড়াও অব্যাহতভাবে কৃষি ক্ষেত্রে সমায়তার মাত্রাও বাড়াচ্ছে। পাশাপাশি গ্রামাঞ্চলের বিভিন্ন সংস্কারও অব্যাহত রাখছে।

    প্রবন্ধে বলা হয়েছে, সাম্প্রতিক বছরগুলোতে গ্রামাঞ্চলের অর্থনীতির সুষ্ঠু উন্নয়নের প্রবণতা বজায় রয়েছে। খাদ্যশস্যের উত্পাদনের পরিমাণ একটানা তিন বছর ধরে এবং গ্রীষ্মকালীন খাদ্যশস্যের পরিমাণ একটানা চার বছর ধরে বৃদ্ধি পেয়েছে। কৃষকদের আয় বৃদ্ধির পরিমাণ একটানা তিন বছর ধরে ৬ শতাংশ ছাড়িয়ে গেছে। ২০০৭ সালের প্রথমার্ধে কৃষকের মাথাপিছু আয় অনুরূপ সময়ের তুলনায় ১৩.৩ শতংশ বৃদ্ধি পাবে বলে অনুমাণ করা হচ্ছে। এই গতি ১৯৯৫ সালের পর সবচেয়ে দ্রুত।

    প্রবন্ধে বলা হয়েছে, গ্রামাঞ্চলের নানা ধরণের সামাজিক কাজকে সার্বিকভাবে সামনে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা চলছে। চীন গ্রামাঞ্চলের বাধ্যতামূলক শিক্ষা ক্ষেত্রে সুবিধাজনক নীতি কার্যকর করছে এবং সারা দেশের গ্রামাঞ্চলে সর্বনিম্ন জীবন-যাপনের সুনিশ্চিত ব্যবস্থা নিশ্চিত করছে। অধিক থেকে অধিকতর কৃষকরা আরো বেশী প্রশিক্ষণ পাবেন এবং গ্রামাঞ্চলের পরিবেশেরও দিন দিন উন্নয়ন হচ্ছে।

    প্রবন্ধের উপসংখারে বলা হয়েছে, চীনের গ্রামাঞ্চলের সংস্কার চীনের সংস্কার ও মুক্তদ্বারকে সামনে এগিয়ে নিয়ে যাচ্ছে। সমাজতান্ত্রিক নতুন গ্রামাঞ্চলের সৃষ্টিশীল উন্নয়ন অবশ্যই চীনের সমাজতান্ত্রিক আধুনিকায়নের নির্মাণের নতুন অধ্যায়ের সৃষ্টি করবে। (লিলি)