চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সহকারী মন্ত্রী হো ইয়াফেই ২৩ আগষ্ট কোস্টারিকার রাজধানী সান জোসে বলেছেন, বর্তমানে তাইওয়ানের ছেন শুইবিয়ান-এর প্রশাসক মধ্য আমেরিকায় স্বাধীন তাইওয়ান-প্রয়াসী বিছিন্নতাবাদী তত্পরতা চালাচ্ছে। এটি হচ্ছে অসম তত্পরতা এবং তা কখনই বাস্তবায়িত হবে না।
হো ইয়াফেই এদিন চীন ও কোস্টারিকার মধ্যে প্রথম রাজনৈতিক আলোচনার পর অনুষ্ঠিত এক সাংবাদিক সম্মেলনে বলেছেন, এক চীন নীতি হচ্ছে আন্তর্জাতিক সম্প্রদায়ের অভিমত। বিশ্বের ১৬৯ টি দেশ চীনের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক স্থাপন করে এক চীন নীতিতে অবিচল রয়েছে। চীন গণ প্রজাতন্ত্রের সরকার হচ্ছে চীনের পক্ষ থেকে একমাত্র বৈধ সরকার। জাতিসংঘ সাধারণ পরিষদের ২৭৫৮ নম্বর প্রস্তাবে এই বাস্তবতাই প্রতিফলিত হয়েছে। (লিলি)
|