তিব্বত স্বায়ত্তশাসিত অঞ্চলের সাহিত্য ও শিল্প ফেডারেশন সূত্রে জানা গেছে, ছিংহাই-তিব্বত রেলপথ চালু হওয়ার এক বছরের মধ্যেই তিব্বতে গিয়ে সাংস্কৃতিক ব্যবস্থাপনা প্রকল্পের জন্য আবেদন করা ব্যক্তির সংখ্যা অধিকতর হয়েছে। সাংস্কৃতিক শিল্পে পুঁজি বিনিয়োগের সংখ্যাও বেড়েছে এবং উন্নয়নের গতি স্পষ্টভাবে দ্রুত হয়েছে।
তিব্বতের সাহিত্য ও শিল্প ফেডারেশনের চেয়ারম্যান হান শুলি বলেছেন, রেলপথ চালু হওয়ায় তিব্বতের সাংস্কৃতিক শিল্পের উন্নয়ন দ্রুততর হয়েছে। স্থানীয় লোক-সংস্কৃতি রেলপথের মাধ্যমে বিশ্বে ছাড়িয়ে যাচ্ছে।
ছিংহাই-তিব্বত রেলপথ চালু সংস্কৃতির বিনিময়ে সুবিধা এনে দিয়েছে। পরিসংখ্যান থেকে জানা গেছে, তিব্বত স্বায়ত্তশাসিত অঞ্চলের সাংস্কৃতিক ও শিল্পি দলের পাঁচ শরও বেশী লোক যথাক্রমে ১০ বারের মতো বিভিন্ন স্থানে সাংস্কৃতিক বিনিময় তত্পরতায় অংশ নিয়েছেন। (লিলি)
|