প্রিয় শ্রোতাবন্ধুরা, সুদূর পেইচিং থেকে আপনাদের শুভেচ্ছা জানিয়ে আজকের চাওয়া পাওয়া অনুষ্ঠান শুরু করছি। আমি আপনাদের বন্ধু লিলি। এখন সবাই একসঙ্গে সুন্দর সুন্দর গানগুলো শুনবো।
ভারতের পশ্চিম বঙ্গের মুর্শিদাবাদ জেলার ভাত্তাপাড়ার গোল্ডন ডি এক্স ক্লাবের প্রেসিডেন্ট সিদ্ধার্থ সরকার আমাদের অনুষ্ঠানে বাংলাদেশের একটি দেশাত্ববোধক গান শুনতে চেয়েছেন। আচ্ছা, এখন আপনার চাহিদা মেটাচ্ছি। সবাই মিলে "পূর্ব দিগন্তে সূর্য উঠেছে" গানটি শুনবো।
বাংলাদেশের বগুড়া জেলার পাইওনিয়ার রেডিও এন্ড টিভি ক্লাবের প্রেসিডেন্ট এম.এ. বারিক আমাদের অনুষ্ঠানে শিল্পী রুনা লায়লার কন্ঠে যে কোন একটি গান শুনতে চেয়েছেন। এই যে বন্ধু, আশা করি আপনি এখন আমাদের অনুষ্ঠান শুনছেন। এখন আমি "লোকে বলে" রুনা লায়লার কন্ঠে গানটি সবাইকে উপহার দিচ্ছি।
ভারতের পশ্চিম বঙ্গের বীরভূম জেলার দেশমাতৃকা প্রসাদ রায় তাঁর চিঠিতে লিখেছেন, আমি এই আসরে আশা ভোঁশলের কন্ঠে যে কোন একটি রবীন্দ্র সঙ্গীত শুনতে চাই। ওকে, এখন আমার সঙ্গে "আমার মন মানে"আশা ভোঁশলের গাওয়া রবীন্দ্র সঙ্গীতটি শুনুন।
বাংলাদেশের সিরাজগঞ্জ জেলার ঘোষগাঁতী গ্রামের মো: জাকারিয়া হোসাইন আমাদের অনুষ্ঠানে আইয়ুব বাচ্চুর গাওয়া যন্ত্রনা এ্যালবামের"ভালো যদি বাসতে পাইলে সংবাদ আসিতে"গানটি শুনতে চেয়েছেন। কিন্তু দুঃখিত, ভাই, এই এ্যালবাম আমার কাছে নেই। তাই এখন "মাধবী" নামে আইয়ুব বাচ্চুর গাওয়া আরেকটি গান শোনাচ্ছি। আশা করি, আপনি হতাশ হবেন না।
আচ্ছা, প্রিয় শ্রোতাবন্ধুরা, আজকের চাওয়া পাওয়া এখানেই শেষ হলো। শোনার জন্যে অনেক ধন্যবাদ। সবাই সুন্দর থাকুন, সুস্থ থাকুন। আবার কথা হবে আগামী সপ্তাহে। (লিলি)
|