চীনের কৃষি মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, চীন সক্রিয়ভাবে অনাবৃষ্টি-কবলিত অঞ্চলে মিতব্যয়ী পানি ব্যবহার করে আলু চাষের প্রযুক্তি সম্প্রসারণ করছে। যাতে সেসব এলাকায় খাদ্যশস্যের নিরাপত্তা সুনিশ্চিত করা এবং কৃষকদের আয় বাড়ানো যায়।
*কুইচৌ প্রদেশ "প্রতিটি গ্রামে বিশ্ববিদ্যালয়ের একজন স্নাতকের চাকরি করা" প্রকল্প কার্যকর করে আসছে এবং এ বছর ২০০০ ছাত্রছাত্রী এ জন্য তালিকাভূক্ত হয়েছেন।
খবরে জনা গেছে, এই প্রকল্প ২০০৬ সাল থেকে কার্যকর হয়েছে। পরিকল্পনা অনুসারে প্রতি বছর বিশ্ববিদ্যালয়ের কিছু সংখ্যক স্নাতকদেরকে বেছে নিয়ে গ্রাম পর্যায়ে চাকরি দেয়া হয়ে থাকে। ফলে ২০১০ সাল পর্যন্ত সারা প্রদেশের প্রতিটি গ্রাম ও কমিউনিটিতে কমপক্ষে বিশ্ববিদ্যালয়ের একজন স্নাতক থাকবেন।
*আনহুই প্রদেশের স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা গেছে, ২০০৮ সাল থেকে আনহুই প্রদেশের প্রত্যেক প্রশাসনিক গ্রামে প্রত্যেক গ্রামীণ চিকিত্সক প্রতি মাসে ১০০ ইউয়ান রেনমিনপি গণ স্বাস্থ্য সেবার ভর্তুকি পাবেন।
বর্তমানে আনহুই প্রদেশে৩০ হাজার প্রশাসনিক গ্রাম এবং প্রায় ২০ হাজার গ্রামীণ ক্লিনিক রয়েছে। দীর্ঘকাল ধরে গ্রামীণ চিকিত্সকরা বিপুল সংখ্যক গণ স্বাস্থ্য সেবার কাজ, বিশেষ করে সার্স ও বার্ডফ্লু প্রতিরোধ এবং নারী ও শিশুর স্বাস্থ্যরক্ষাসহ বিভিন্ন ক্ষেত্রে অনেক কাজ করেছেন। (লিলি)
|