v চীন আন্তর্জাতিক বেতারv বাংলা বিভাগv চীনের বিশ্ব কোষ
China Radio International
পর্যটনসংস্কৃতিবিজ্ঞানখেলাধুলাকৃষিসমাজঅর্থ-বাণিজ্যশিক্ষার আলো
চীনা সংবাদ
বিশ্ব সংবাদ
চীনের কণ্ঠ
সংবাদ ব্যক্তিত্ব
সংবাদের প্রেক্ষাপট
নানা দেশ
কুইজ
আবহাওয়া

মহা মিলন ২০০৮ পেইচিং অলিম্পিক গেমস

ভয়াবহ ভূমিকম্প দক্ষিণ-পশ্চিম চীনে আঘাত হেনেছে

লাসায় ১৪ মার্চ যা ঘটেছিল

ইয়ুন নান প্রদেশ

দক্ষিণ এশিয়া

তৃতীয় নয়ন
আরো>>
(GMT+08:00) 2007-08-23 20:31:49    
চীন সরকার কন্সুলেট সুরক্ষার কাজ জোরদার করছে

cri
    বিগত কয়ক বছর ধরে বিদেশ ভ্রমণকারীচীনা নাগরিকের সংখ্যা বেড়ে যাওয়ার সঙ্গে সঙ্গে বিদেশে চীনা নাগরিক ও ব্যক্তিদের বৈধ স্বার্থ রক্ষা করার কন্সুলেট সুরক্ষার কাজকে চীন সরকার দিনদিন গুরুত্ব দিচ্ছে । কিছু দিন আগে পেইচিংয়ে চীনের পররাষ্ট্রমন্ত্রণালয় সংশোধিত "চীনের কন্সুলেট সুরক্ষা ও সহায়তার পথ নির্দেশক" প্রকাশ করেছে । পররাষ্ট্রমন্ত্রণালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তা জানিয়েছেন , চীনের পররাষ্ট্রমন্ত্রণালয়ের কন্সুলেট সুরাক্ষা কেন্দ্র শিগ্গিরই প্রতিষ্ঠিত হবে ।

    এক পরিসংখ্যানে জানা গেছে , ২০০৬ সালে চীনের বিদেশ ভ্রমণকারীর সংখ্যা ছিল ৩ কোটি ৪৫ লাখ ২০ হাজার এবং বিদেশে চীনা শ্রমিক সংখ্যা ছিল ৬ লাখ ৭৫ হাজার । বিদেশে যাওয়া লোক সংখ্যা বেড়ে যাওয়ার সঙ্গে সঙ্গে বিদেশে চীনা নাগরিকদের সমস্যাও দিনদিন বেড়ে যাচ্ছে। ২০০৬ সালে চীনা পররাষ্ট্রমন্ত্রণালয় ও বিদেশে চীনা দূতাবাস মোট ৩০ হাজার কন্সুলার মামলা মোকাবেলা করেছে । সংশোধিত " চীনের কন্সুলেটসুরক্ষা ও সহায়তার পথ নির্দেশক" সম্পর্কে পররাষ্ট্রমন্ত্রণালয়ের কনসুলার বিভাগের প্রধান উই ওয়েই বলেছেন , অধিক থেকে অধিকতর চীনা নাগরিক বিদেশ ভ্রমণ করতে যাচ্ছে । প্রতি বছর বিদেশ যাওয়া লোকেরসংখ্যা শতকরা দুই অঙ্কের হারে বেড়ে যাচ্ছে । বিদেশে চীনা নাগরিকরা নানা ধরণের সমস্যার সম্মুখীন হতে পারে । " পথ নির্দেশক" বইটি তাদেরকে কিছু সমস্যার সমাধানে সাহায্য করতে পারে । তাছাড়া বিদেশে চীনা নাগরিকদের নিরাপত্তার ওপর দেশের জনগণ অত্যন্তগুরুত্ব দেয় । এ জন্য বইটি প্রকাশিত হয়েছে । বইটি চীনা নাগরিকদের সমস্যা সমাধানে সাহায্য করবে ।

 

    " পথ নির্দেশক" বইটি " বিদেশে যাওয়ার আগে বিশেষ সতর্কতা", " বিদেশে যাওয়ার পর বিশেষ সতর্কতা", "কন্সুলেট কর্মকর্তারা আপনার জন্য কী কী করতে পারেন", " কন্সুলেট কর্মকর্তারা আপনার জন্য কী কী করতে পারেন না" , " কী কী সমস্যার সম্মুখীন হলে কন্সুলেট সুরক্ষা পাওয়া যাবে" সহ ৫ ভাগে বিভক্ত ।

    জানা গেছে , ২০০০ সালে চীনের পররাষ্ট্রমন্ত্রণালয় " বিদেশে চীনের কন্সুলেট সুরক্ষা ও পরিসেবার পথ নির্দেশক" নামক বইটি প্রকাশ করেছিল । এর পর ২০০৩ সালে বইটি সংশোধন করা হয়েছে । এর ভিত্তিতে এবং পরিস্থিতিঅনুযায়ী সংশোধিত করে বইটি আবারও প্রকাশিত হয়েছে । আগের দুটি বইটির তুলনায় নতুন প্রকাশিত বইটির পার্থক্য সম্পর্কে মিঃ উই ওয়েই বলেছেন, আমরা বইটির কিছু মর্মবস্তু পরিবর্তন করেছি । বইটি পেলে যে উত্তর চান তা আপনি সহজেই পাবেন । অবশেষে আমরা বিদেশে চীনা দূতাবাসের ঠিকানা , টেলিফোন নম্বর এবং যোগাযোগের পদ্ধতিসহ নানা বিষয় সংযোজন করেছি ।

    তিনি বলেছেন , নতুন প্রকাশিত " পথ নির্দেশক" বইটি বিনামূল্যেজনসাধারণের কাছে বিতরণ করা হবে । নতুন প্রকাশিত বইটি সবাইর দৃষ্টি আকর্ষণ করেছে । বিশেষ করে যারা বিদেশে যাচ্ছেন তারা বইটির ওপর বেশ আগ্রহ প্রকাশ করেছেন । বিশেষজ্ঞহিসেবে বৃটেন সফরে যাচ্ছেন মাদাম খুং লিংলিং তাদের মধ্যে একজন । তিনি পররাষ্ট্রমন্ত্রণালয়ের কর্মকর্তার সঙ্গে কথাবার্তা বলেছেন । সমস্যা হলে কন্সুলের কাছে সাহায্য পাওয়ার কথা ভেবেছেন । তাদের সঙ্গে যোগাযোগের পদ্ধতি বইটিতে সবই লেখা আছে । আপনি যে দেশে যাচ্ছেন তা এখানেই লেখা আছে ।

    কন্সুলেট সুরক্ষা সম্পর্কিত ঘটনা বেড়ে যাওয়ার সমস্যা মোকাবেলা এবং আরও ভালভাবে বিদেশে চীনা নাগরিকদের ও ব্যক্তিদের বৈধ স্বার্থ রক্ষার জন্য সংশোধিত " পথনির্দেশক" বইটি প্রকাশ করা ছাড়া পররাষ্ট্রমন্ত্রনালয় শিগ্গিরই আনুষ্ঠানিকভাবে কন্সুলেট সুরক্ষা কেন্দ্র প্রতিষ্ঠা করবে । এ সম্পর্কে মিঃ উই বলেছেন, এখন প্রতি বছর ৩ কোটি ৪০ লাখ লোক বিদেশে যাচ্ছে । প্রতি বছর ৩০ হাজার কন্সুলেট সুরক্ষা সম্পর্কিত ঘটনা ঘটে । কিন্তু কন্সুলেট সুরক্ষা বিষয়ক কর্মকর্তা মাত্র দশ-বারোজন । তাই আমরা কন্সুলেট সুরক্ষা কেন্দ্র প্রতিষ্ঠা করার সিদ্ধান্ত নিয়েছি । আন্তর্জাতিক ক্ষেত্রে বিভিন্ন দেশের কন্সুলেট সুরক্ষা ব্যুরো বা কন্সুলেটসুরক্ষা কেন্দ্র আছে । দেশ বিদেশের দিক থেকে বিবেচনা করলে কন্সুলেট সুরক্ষা কেন্দ্র প্রতিষ্ঠা অত্যন্ত প্রয়োজনীয় ।