২৩ আগস্ট প্রকাশিত চীনের পিপলস ডেইলি পত্রিকার এক ভাষ্যে বলা হয়েছে , সংস্কার ও উন্মুক্তকরণ গভীরে নিয়ে যাওয়া এবং সমাজতান্ত্রিক বাজার অর্থনীতির ব্যবস্থা নিরন্তরভাবে ত্বরান্বিত করা চীনের কমিউনিষ্ট পার্টির ষোড়শ কংগ্রেস শেষ হওয়ার পর চীনের একটি উল্লেখযোগ্য সাফল্য ।
ভাষ্যে বলা হয়েছে , নতুন শতাব্দির নতুন সময়পর্বে চীন অব্যাহতভাবে সংস্কার ও উন্মুক্তকরণ ত্বরান্বিত করেছে এবং সমাজতান্ত্রিক বাজার অর্থনীতি বিষয়ক নিয়মবিধিতে অবিচল থেকে প্রশাসনিক ব্যবস্থাপনাকে ও রাষ্ট্রায়ত্ত শিল্প প্রতিষ্ঠানের সংস্কারকে আরো গভীরে নিয়ে গেছে । ফলে রাষ্ট্রায়ত্ত অর্থনীতির প্রতিদ্বন্দ্বিতার শক্তি ক্রমাগতভাবে বৃদ্ধি পেয়েছে ।
ভাষ্যে বলা হয়েছে , গত কয়েক বছরে চীন একাগ্রচিত্তে বিশ্ব বাণিজ্য সংস্থার প্রতি তার প্রতিশ্রুতি মেনে নিয়ে উন্মুক্তকরণ প্রসারণের মাধ্যমে সংস্কার ও উন্নয়নকে ত্বরান্বিত করেছে । এতে সাধারণ মানুষ আরো বেশি উপকৃত হয়েছে । (থান ইয়াও খাং)
|