চীনের রাষ্ট্রীয় উন্নয়ন ও সংস্কার কমিটির একজন কর্মকর্তা বলেছেন , চীনে সচ্ছল সমাজ গড়ে তোলার ব্যাপারে লক্ষণীয় অগ্রগতি অর্জিত হয়েছে ।
গত ৫ বছরে কৃষি কর মওকুফসহ বেশ কয়েকটি ব্যবস্থা চালু হওয়ার পাশাপাশি চীনে ৯০ কোটি কৃষকের দায় লক্ষণীয়ভাবে কমেছে এবং তাদের আয় ও কেনাকাটার ক্ষমতাও উল্লেখযোগ্যভাবে বেড়েছে । এ ছাড়াও চীনের শহুরে অধিবাসীদের জীবনযাত্রার মানও অনেক উন্নত হয়েছে । গত বছর চীনে প্রাথমিক স্কুল থেকে নিম্ন মাধ্যমিক স্কুল পর্যন্ত ন'বছর মেয়াদী বাধ্যতামূলক শিক্ষার সুবিধাভোগীদের সংখ্যা ২০০২ সালের ৯১ শতাংশ থেকে বেড়ে ৯৬ শতাংশে দাঁড়িয়েছে । স্বাস্থ্য ও পরিসেবার ব্যবস্থা ক্রমাগতভাবে পূর্ণাঙ্গ হয়ে উঠেছে এবং রোগ প্রতিরোধক ব্যবস্থা সার্বিকভাবে গড়ে উঠেছে ।
জানা গেছে , গত কয়েক বছর ধরে চীনে অর্থনীতির বৃদ্ধি হার বছরে ১০.৪ শতাংশ বজায় রয়েছে । এই বৃদ্ধি হার বিশ্বের গড়পড়তা মানের চেয়ে ৫.৬ শতাংশ বেশি । (থান ইয়াও খাং)
|