আন্তর্জাতিক মুদ্রা তহবিল-আইএমএফ 'র চেয়ারম্যান রড্রিগো রাতো ফিগারেডো ২২ আগস্ট ব্রাজিলে বলেছেন , সম্প্রতি আন্তর্জাতিক আর্থিক বাজারে যে অস্থিতিশীলতা দেখা দিয়েছে , তা বিশ্বের অর্থনৈতিক প্রবৃদ্ধির ওপর কিছুটা প্রভাব ফেলবে মাত্র ।
তিনি বলেন , বর্তমানে ঋণ বাজার পুনর্গঠন করা হচ্ছে । কিন্তু মুদ্রাস্ফীতি , ঋণ , বাণিজ্য ও অর্থনৈতিক প্রবৃদ্ধির দিক থেকে বিশ্ব অর্থনীতি সুষ্ঠুভাবে চলছে ।
তিনি আরো বলেন , আন্তর্জাতিক আর্থিক বাজারের অস্থিতিশীলতার প্রভাবে এ বছর বিশ্ব অর্থনীতির বৃদ্ধি হার কিছুটা কমে যাবে । তা ৫ শতাংশ ছাড়িয়ে যেতে পারে । (থান ইয়াও খাং)
|