পেইচিং, শাংহাই, চিয়াংসু, হুনানসহ দশটি প্রদেশের শিল্প প্রতিষ্ঠানগুলো ২২ আগস্ট বিকালে হুপেই প্রদেশের ইচাং শহরে তিন-গিরিখাত জলাধার অঞ্চল ও পুনর্বাসন অঞ্চলের প্রতিনিধিদের সঙ্গে এক চুক্তি স্বাক্ষর করেছে। এতে সাহায্যদান প্রকল্প ৫৪টি। এর মোট পরিমাণ ৯৫৮ কোটি ইউয়ান রেনমিনপি দাঁড়াবে।
তিন-গিরিখাত প্রকল্প হচ্ছে পৃথিবীতে বৃহত্তম জলসেচ প্রকল্প। চীন সরকার তিন-গিরিখাত জলাধার অঞ্চলের অধিবাসীদের সুবিধা প্রদানের লক্ষ্যে ধারাবাহিক সাহায্যদান নীতি প্রণয়ন করেছে। ২০০৭ সালের জুন মাসের শেষ দিক পর্যন্ত চীনের সংশ্লিষ্ট মহল তিন-গিরিখাত জলাধার অঞ্চলের জন্য প্রায় ৩৩.৫ বিলিয়ন ইউয়ান দিয়েছে। এটা তিন-গিরিখাত জলাধার অঞ্চলের অর্থনীতির স্থিতিশীল উন্নয়নের জন্য বিরাট প্রাণশক্তি যুগিয়েছে।
সর্বশেষ পরিসংখ্যান অনুযায়ী, ২০০৯ সালে তিন-গিরিখাত প্রকল্প সম্পূর্ণ প্রতিষ্ঠার সময় এখানকার প্রায় ১৩ লাখ ৫০ হাজার অধিবাসীদেরকে স্থানান্তরিত করা হবে। চলতি বছরের জুন মাসের শেষ দিক পর্যন্ত ১২ লাখ ২০ হাজার জন অধিবাসীকে সুষ্ঠুভাবে স্থানান্তর করা হয়েছে। (ইয়ু কুয়াং ইউয়ে)
|