v চীন আন্তর্জাতিক বেতারv বাংলা বিভাগv চীনের বিশ্ব কোষ
China Radio International
পর্যটনসংস্কৃতিবিজ্ঞানখেলাধুলাকৃষিসমাজঅর্থ-বাণিজ্যশিক্ষার আলো
চীনা সংবাদ
বিশ্ব সংবাদ
চীনের কণ্ঠ
সংবাদ ব্যক্তিত্ব
সংবাদের প্রেক্ষাপট
নানা দেশ
কুইজ
আবহাওয়া

মহা মিলন ২০০৮ পেইচিং অলিম্পিক গেমস

ভয়াবহ ভূমিকম্প দক্ষিণ-পশ্চিম চীনে আঘাত হেনেছে

লাসায় ১৪ মার্চ যা ঘটেছিল

ইয়ুন নান প্রদেশ

দক্ষিণ এশিয়া

তৃতীয় নয়ন
আরো>>
(GMT+08:00) 2007-08-22 19:54:13    
চীন প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলার কাজ  জোরদার করবে

cri
    চীনের বেসামরিক মন্ত্রণালয়ের মন্ত্রী লি স্যুয়েজু ২২ আগষ্ট পেইচিংয়ে বলেছেন , এ বছর চীনে খুবই গুরুতর প্রাকৃতিক দুর্যোগ দেখা দিয়েছে । এ পর্যন্ত নানা ধরণের প্রাকৃতিক দুর্যোগে প্রায় ৩০ কোটি লোক ক্ষতিগ্রস্ত হয়েছে । চীন সরকার ত্রাণকাজের ওপর অত্যন্ত গুরুত্ব দিচ্ছে । এ বছর ত্রাণবিভাগ মোট ৪০টিরও বেশি বার মোকাবেলা ব্যবস্থা চালিয়েছে । কেন্দ্রীয় সরকার ত্রাণ কাজ জোরদার করেছে । এখন শুনুন এ সম্পর্কিত একটি প্রতিবেদন ।

    এ বছর চীনে বন্যা, খরা , ভূমিকম্প সহ নানা ধরণের প্রাকৃতিক দুর্যোগ দেখা দিয়েছে । গত বছরের অনুরূপ সময়ের তুলনায় এ বছরের দুর্যোগ অনেক গুরুতর এবং প্রত্যেক প্রদেশে ভিন্ন মাত্রায়দুর্যোগ দেখা দিয়েছে । এর মধ্যে ২৭টি প্রদেশ বন্যা, পাহাড় ধ্বসে পড়া এবং কাদা মাটি ও পাথর প্রবাহের শিকার হয়েছিল । এ পর্যন্ত নানা ধরণের প্রাকৃতিক দুর্যোগে ৩১ কোটি মানুষ দুর্গত হয়েছে এবং সরাসরি আর্থিক ক্ষতি ১২৬ বিলিয়ন রেনমিনপি হয়েছে ।

    আজ রাষ্ট্রীয় পরিষদের তথ্য বিভাগের একটি সংবাদ সম্মেলনে চীনের বেসামরিক মন্ত্রণালয়ের মন্ত্রী লি স্যুয়েজু বলেছেন , চীন সরকার দুর্যোগ বিমোচন কাজকে অত্যন্ত গুরুত্ব দিয়েছে । বেসামরিক মন্ত্রণালয় সত্যিকারভাবে প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলাজরুরী ব্যবস্থাজোরদার করেছে । মনোযোগের সঙ্গে বিভিন্ন দুর্গত এলাকার ওপর নজর রেখেছে । দুর্যোগের অবস্থা অনুযায়ী যথাসময়ে " প্রাকৃতিকদুর্যোগ মোকাবেলা সম্পর্কিত রাষ্ট্রীয় জরুরী ব্যবস্থা" চালু করেছে , ত্রাণ সামগ্রী বিতরণ করেছে এবং বিভিন্ন জায়গার ত্রাণ মোকাবেলার কাজ পরিচালনা করেছে । মন্ত্রী লি বলেছেন , এ বছর আমরা মোট ৪১বার জরুরী মোকাবেলা ব্যবস্থা গ্রহণকরেছি । দুর্যোগকালে দুর্গত লোকদের খাদ্য, পানি , আবাসন এবং চিকিত্সা ব্যবস্থা নিশ্চিত করেছি । তাছাড়া চীন সরকার দুর্যোগের পর দুর্গতদের ত্রাণ বিতরণ ব্যবস্থাও নিয়েছে ।

    চীনে ঘনঘনভাবে নানা ধরণের প্রাকৃতিক দুর্যোগ দেখা দেয় বলে প্রতি বছর চীন সরকার প্রায় ৭ কোটি দুর্গত মানুষকে আর্থিক সাহায্য দেয় ।

    জানা গেছে , এ বছর চীনের বেসামরিক মন্ত্রণালয় পরপর দুর্গত এলাকায় ৪১টি ত্রাণ কর্মগ্রুপ এবং জরুরীভাবে গুরুতর দুর্গত এলাকায় ৪০ হাজার তাবু পাঠিয়েছে । কেন্দ্রীয় সরকার ৬৭০ কোটি রেনমিনপির আর্থিক সাহায্যকে ১১৫০ কোটিতে বাড়িয়েছে । তাছাড়া সরকার পুননির্মাণের ভরতুর্কিওবাড়িয়ে দিয়েছে এবং ভূমিকম্পের ক্ষতিপূরণের পরিমাণ বৃদ্ধি করেছে । এর পাশাপাশি সরকার বন্যা ও খরা প্রতিরোধের আর্থিক ব্যয় বাড়ানোসহকৃষি উত্পাদনে ও চিকিত্সার ব্যাপারে আর্থিক সাহায্যও বাড়িয়ে দিয়েছে । এই সব ব্যবস্থাদুর্গতএলাকার জনসাধারণের অসুবিধা মোকাবেলা করেছে ।

    অপেক্ষাকৃত পরিপূর্ণ ত্রাণ-ব্যবস্থা প্রতিষ্ঠার ফলে ত্রাণকাজ জোরদার হয়েছে । বিগত কয়েক বছরে চীন নদনদী নিয়ন্ত্রণ ও বুনিয়াদি ব্যবস্থা নির্মাণ এবং বাড়িঘরের গুণগতমান জোরদার করেছে বলে এবছর চীনের বন্যা প্রতিরোধ ক্ষমতা উল্লেখযোগ্য বেড়েছে । মন্ত্রী লি স্যুয়েজু বলেছেন , গত বছরের তুলনায় এ বছর দুর্গত লোকসংখ্যার পরিমান ৯.৪শতাংশ কমেছে । নিহতের সংখ্যা৩৪.৮ শতাংশ কমেছে । এ বছর প্রাকৃতিক দুর্যোগ অপেক্ষাকৃত গুরুতর , কিন্তু দুর্গত লোকসংখ্যা গত বছরের চেয়ে কম, এর কারণ কি ? আমি মনে করি , এ কয়েক বছরে চীন সরকার বড় নদনদী নিয়ন্ত্রণ, বুনিয়াদী ব্যবস্থা এবং বন্যাসহ নানা ধরণের প্রাকৃতিক দুর্যোগ প্রতিরোধ শক্তি জোরদার করেছে বলে এ সব ফল সম্ভব হয়েছে ।

    ত্রাণ কাজ জোরদার করা ছাড়াও ত্রাণ অর্থ এবং সামাজিক সাহায্য হিসেবে অর্থেরব্যবহারকে চীন কড়াকড়িভাবে তত্বাবধান করেছে । তিনি বলেছেন , চীন বেশ কয়েকটি ব্যবস্থা নিয়েছে যাতে ত্রাণ অর্থ এবং সামাজিক সাহায্যেরঅর্থ দুর্গত লোকদের জন্য ব্যবহার করা হয় ।