সৌদি আরবের রাষ্টায়ত্ত আরামকো পেট্রোলিয়াম কোম্পানি সম্প্রতি একটি রিপোর্টে বলেছে, অনুমান অনুযায়ী, ২০৩০ সালে বিশ্বের অশোধিত তেল চাহিদার পরিমাণ ১১.৬ কোটি ব্যারেল হবে।
রিপোর্টে বলা হয়েছে, যদিও সারা বিশ্ব স্থলাভিষিক্ত জ্বালানি সম্পদের গবেষণা ও উন্নয়ন কাজ দ্রুত করছে, কিন্তু পরবর্তী ২০ বছরে পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস বিশ্বের জ্বালানি সম্পদের প্রধান অংশ হিসেবেই থাকবে। নতুন ধরনের জ্বালানি সম্পদের পরিমাণ ১৫ শতাংশের কম হবে।
রিপোর্টে উল্লেখ করা হয়েছে, ২০০৫ সালে পৃথিবীতে অশোধিত তেলের দৈনিক চাহিদার পরিমাণ প্রায় ৮৪০ লাখ ব্যারেল হবে। কিন্তু বিশ্বের অর্থনীতির প্রবল প্রবৃদ্ধির পাশাপাশি এই সংখ্যাও দ্রুত বাড়ছে।
রিপোর্টে জোরালো ভাষায় বলা হয়েছে, সৌদি আরব বিশ্বের প্রথম অশোধিত তেল রপ্তানীকারক দেশ হিসেবে সর্বদাই তেল ও প্রাকৃতিক গ্যাসের মজুত ও উত্পাদনের পরিমাণ বাড়ানোর চেষ্টা করে আসছে। যাতে বিশ্বের ভবিষ্যত জ্বালানি সম্পদ সরবরাহ ক্ষেত্রে উত্তেজনাময় উদ্বেগ প্রশমন করা যায়। (ইয়ু কুয়াং ইউয়ে)
|