চীনের গণ কল্যাণ মন্ত্রী লি স্যু চ্যু ২২ আগস্ট পেইচিংয়ে বলেছেন , বর্তমানে চীনের গ্রামাঞ্চলে ন্যূনতম বীমাভোগীর সংখ্যা ২ কোটি ৩১.৩ লাখে দাঁড়িয়েছে।
চীনের রাষ্ট্রীয় পরিষদের তথ্য কার্যালয়ের এক নিয়মিত প্রেস ব্রিফিংয়ে তিনি বলেছেন , এ বছর চীনের গ্রামাঞ্চলে সার্বিকভাবে ন্যূনতম বীমা ব্যবস্থা গড়ে উঠেছে । এই ব্যবস্থা চালু হওয়ায় চীনের শহর ও গ্রামাঞ্চলে দরিদ্র জনসাধারণকে সমাজের ত্রাণ-সাহায্যের ব্যাপারে সমতা বিষয়ক নিয়মবিধি প্রবর্তিত হয়েছে। এই ব্যবস্থা অনুযায়ী , গ্রামীণ দরিদ্র জনসাধারণ বিশেষ করে রোগী , প্রতিবন্ধী ও দরিদ্র বৃদ্ধ বৃদ্ধাদের পরিবারকে ত্রাণ সাহায্য দেয়া হবে।
গণ কল্যাণ মন্ত্রণালয়ের পরিসংখ্যান অনুযায়ী , এ বছরের প্রথমার্ধে চীনের ৩১টি প্রদেশ ও স্বায়ত্তশাসিত অঞ্চলের গ্রামাঞ্চলে ন্যূনতম বীমা ব্যবস্থা গড়ে উঠেছে । এবছরের শেষ নাগাদ সকল গ্রামীণ দরিদ্র অধিবাসীকে গ্রামীণ ন্যূনতম বীমা ব্যবস্থায় অন্তর্ভুক্ত হবে বলে আশা করা হচ্ছে । (থান ইয়াও খাং)
|