আন্তর্জাতিক দুর্যোগ হ্রাস সম্মেলন-২০০৭ উত্তর পূর্ব চীনের হারবিনে অনুষ্ঠিত হয়েছে । বিশ্বের বিভিন্ন অঞ্চলের ২ শোরও বেশি প্রতিনিধি এই সম্মেলনে অংশ নিয়েছেন ।
এবারের সম্মেলনে অংশগ্রহণকারীরা দুর্যোগের ঝুঁকি , দুর্যোগ হ্রাসের ব্যবস্থা ও নীতি প্রণয়ন , পরিবেশ ও জ্বালানী সম্পদের ব্যবস্থাপনা ও টেকসই বিকাশ , গণ স্বাস্থ্যহানি প্রতিরোধ , সন্ত্রাস দমন ও গণ নিরাপত্তার ব্যবস্থাপনা এবং দুর্যোগ বিষয়ক বীমা ব্যবস্থাসহ বিভিন্ন বিষয়ে আলোচনা করেছেন ।
বিশ্ব দুর্যোগ হ্রাস কেন্দ্রের চেয়ারম্যান ওয়াল্টার জে আমান উদ্বোধনী অনুষ্ঠানে বলেছেন , বর্তমান বিশ্ব প্রাকৃতিক দুর্যোগ , মহামারী, সন্ত্রাসবাদ ও আবহাওয়ার পরিবর্তনসহ বিভিন্ন ঝুঁকির সম্মুখীন হচ্ছে । এই সব সমস্যা মোকাবেলা করার জন্য বিশ্ব সম্প্রদায়কে নীতি প্রণয়ন ও বিনিময়ের ক্ষেত্রে সেতু নির্মাণ করতে হবে । যাতে আরোএকটি নিরাপদ বিশ্ব গড়ে তোলা সম্ভব হয় । (থান ইয়াও খাং)
|