ক্রিং ক্রিং টেলিফোন
হ্যালো হ্যালো হ্যালো
বাংলা বিভাগের বন্ধুরা
কেমন আছ বল?
নিয়মিত লিখতাম তাই
তখন ছিল কদর
দেরীতে লিখছি বলে
করবে না কি আদর
নিয়মিত অনুষ্ঠান না শুনলেও
মাঝে-মধ্যে শুনি
সি আর আই-এর বন্ধুরা
সত্যি খুব গুণী।
সব শ্রোতারাই মুগ্ধ
বাংলা অনুষ্ঠান শুনে
ধন্যবাদ পাচ্ছ তোমরা
তোমাদেরই গুণে।
আমার থেকে তোমরা সবাই
প্রীতি টুকু নিও
নিয়মিত শ্রোতা নই তবু
চিঠির উত্তর দিও।
অনেক কথাই বলা হল
আজ এখানেই শেষ
শ্রেষ্ঠ সি আর আই-এর বাংলা বিভাগ
শ্রেষ্ঠ আমাদের বাংলাদেশ।
---বাংলাদেশের কুষ্টিয়া জেলার অনন্ত কুমার। (লিলি)
|