২০ আগস্ট বিকেলে চীনের ইয়াংশি নদীর তিন গিরিখাত প্রকল্পের ডান তীরের বিদ্যুত্ কেন্দ্রের ২১ নম্বর যন্ত্র আনুষ্ঠানিকভাবে চালু করা হয়েছে ।
এ পর্যন্ত তিন গিরিখাত বিদ্যুত্ কেন্দ্রে ৭ লাখ কিলোওয়াট ক্ষমতাসম্পন্ন ১৭টি বিদ্যুত্ যন্ত্র চালু করা হলো ।
তিন গিরিখাত প্রকল্পের পরিকল্পনা অনুযায়ী , ৭ লাখ কিলোওয়াট ক্ষমতাসম্পন্ন ৩২টি বিদ্যুত্ যন্ত্র বসানোর কথা । এর মধ্যে বাম তীরের ১৪টি বিদ্যুত্ যন্ত্র পুরোপুরিভাবে চালু হয়েছে । ২০ আগস্ট পর্যন্ত ডান তীরের ১২টি যন্ত্রের মধ্যে ৩টি যন্ত্র চালু হয়েছে । এ ছাড়াও ভূগর্ভস্থ ৬টি বিদ্যুত্ যন্ত্রের নির্মাণকাজ এখনও চলছে ।
তিন গিরিখাত প্রকল্প মধ্য চীনের হুপেই প্রদেশের ই ছাং শহরে অবস্থিত । এই প্রকল্প বন্যা প্রতিরোধ , বিদ্যুত্ উত্পাদন ও নৌ পরিবহনের ক্ষেত্রে বিরাট ভূমিকা পালন করছে । এ বছরের মে মাস পর্যন্ত তিন গিরিখাত প্রকল্প নির্মাণের ক্ষেত্রে ১৬০ বিলিয়ন ইউয়ান বরাদ্দ করা হয়েছে । অনুমান করা হচ্ছে , এই পুরো প্রকল্প নির্মাণের জন্য ১৮০ বিলিয়ন ইউয়ান ব্যয় করা হবে । (থান ইয়াও খাং)
|