চীন, রাশিয়া , দক্ষিণ কোরিয়া ও জাপানের উদ্যোগে নৌ ও স্থল পথের একটি যৌথ ও নিয়মিত পরিবহন লাইন এ বছরের শেষ নাগাদ চালু হবে । বর্তমানে এই পরিবহন লাইন চীন ও দক্ষিণ কোরিয়ার মধ্যে পরীক্ষামূলকভাবে চলছে ।
উত্তর পূর্ব চীনের চিলিন প্রদেশের হুই ছুন শহরের একজন কর্মকর্তা বলেছেন , ৮ শো নটিক্যাল মাইল দীর্ঘ এই পরিবহন লাইনের মাধ্যমে উত্তর পূর্ব চীনের চিলিন প্রদেশের হুই ছুন শহর , রাশিয়া , দক্ষিণ কোরিয়া ও জাপানের সঙ্গে সংযুক্ত হবে । চার পক্ষ এই পরিবহন লাইনের ব্যবস্থাপনা ও তার মাধ্যমে ব্যবসার জন্য যৌথভাবে অর্থ বরাদ্দ করবে । এই পরিবহন লাইন চালু হওয়ার পর স্থল ও নৌ পথে উত্তর পূর্ব চীন থেকে জাপান পর্যন্ত যাতায়াতের দূরত্ব অনেক কমে যাবে এবং পরিবহনের ব্যয়ও বিপুলমাত্রায় হ্রাস পাবে ।
বিশেষজ্ঞগণ মনে করেন যে , নতুন পরিবহন লাইন চালু হওয়ায় উত্তর পূর্ব চীন থেকে জাপান ও দক্ষিণ কোরিয়া এবং পূর্ব প্রশান্ত মহাসাগরীয় দেশগুলো পর্যন্ত যাতায়াতের দূরত্ব অনেক বেশি কমে যাবে ।ফলে উত্তর পূর্ব এশিয়ার আন্তর্জাতিক আর্থ-বাণিজ্যিক উন্নয়নও ত্বরান্বিত হবে । (থান ইয়াও খাং)
|