২০ আগস্ট চীনের রাষ্ট্রীয় বিদেশী মুদ্রা ব্যবস্থাপনা ব্যুরো সূত্রে জানা গেছে , বিদেশী শেয়ার বাজারে প্রত্যক্ষভাবে পুঁজি বিনিয়োগের জন্য চীনা নাগরিকদের অনুমতি দেয়া হবে । বিদেশী শেয়ার বাজারে চীনের নাগরিকদের প্রত্যক্ষ লেনদেনের জন্য হংকং শেয়ার বাজারকে প্রথম স্থান হিসেবে নির্ধারণ করা হয়েছে ।
এর আগে শুধু সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের মাধ্যমে পরোক্ষভাবে বিদেশী শেয়ার বাজারে লেনদেনের জন্য চীনের মূলভূভাগের অধিবাসীদের অনুমতি দেয়া হতো ।
বিদেশী শেয়ার বাজারে প্রত্যক্ষভাবে লেনদেনের জন্য চীনের নাগরিকদের অনুমতি দেয়ার চীনের রাষ্ট্রীয় বিদেশী মুদ্রা ব্যবস্থাপনা ব্যুরো যে সিদ্ধান্ত নিয়েছে , তার জন্য হংকং বিশেষ প্রশাসনিক অঞ্চল সরকার স্বাগত জানিয়েছে । (থান ইয়াও খাং)
|