২০০৬ সালে চীনের রুপা উত্পাদনের পরিমাণ ৭০০০ টন হয়ে বিশ্বের তৃতীয় রুপা উত্পাদনকারী দেশে পরিণত হয়েছে। চীন রুপা ব্যবহারের দিক থেকে ঐতিহ্যিক একটি বড় দেশ ও বৃহত্তম রপ্তানীকারক দেশ। গত বছর চীনের ২৮০০ টন রুপা রপ্তানী হয়েছে।
চীনের বাণিজ্য ফেডারেশনের ভাইস চেয়ারম্যান আন হুই মিন ২১ আগস্ট পেইচিংয়ে অনুষ্ঠিত ষষ্ঠতম চীনের আন্তর্জাতিক বার্ষিক রুপা সম্মেলনের পর এক প্রেস ব্রিফিংয়ে বলেছেন, চীনের রুপা শিল্পের দ্রুত উন্নয়নের দরুণ চীন বিশ্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ রুপা সরবরাহকারী দেশের অন্যতম দেশে পরিণত হয়েছে। বিশ্বের কয়েকটি খনিজ উন্নয়ন পুঁজি বিনিয়োগকারী শিল্প প্রতিষ্ঠানও চীনের রুপা খনি অন্বেষণের ক্ষেত্রে চীনের সঙ্গে সহযোগিতা করতে চেয়েছে।
জানা গেছে, ষষ্ঠতম চীনের আন্তর্জাতিক বার্ষিক রুপা সম্মেলন ১৭ ও ১৮ অক্টোবর সিছুয়ান প্রদেশের রাজধানী চেতু শহরে অনুষ্ঠিত হবে। (ইয়ু কুয়াং ইউয়ে)
|