চীনের উপ-প্রধানমন্ত্রী হুই লিয়াং ইয়ু সম্প্রতি চিয়াং শি প্রদেশের গ্রামাঞ্চল পরিদর্শনের সময় বলেছেন, বিভিন্ন অঞ্চলের সংশ্লিষ্ট বিভাগকে দুর্যোগ প্রতিরোধ ও হ্রাস করার ব্যবস্থা জোরদার করতে হবে এবং চলতি বছর কৃষি উন্নয়ন ও কৃষকদের আয় বাড়ানোর লক্ষ্য বাস্তবায়নের জন্য প্রচেষ্টা চালাতে হবে।
পরিদর্শনের সময় হুই লিয়াং ইয়ু বিভিন্ন অঞ্চলের সংশ্লিষ্ট বিভাগকে দুর্যোগ প্রতিরোধ ও উদ্ধার করার মাত্রা জোরদার করা, কৃষি উত্পাদনের সহায়ক অর্থ বরাদ্দ করা, উত্পাদনের পরিমাণ বাড়ানোর ব্যবস্থা কার্যকর করা, কৃষি ক্ষেত্রের বিজ্ঞান ও প্রযুক্তির অগ্রগতি দ্রুততর করা, কৃষি ক্ষেত্রের বৈজ্ঞানিক পরিসেবা ভালো করার আদেশ দিয়েছেন। যাতে এ বছরের খাদ্যশস্যের উত্পাদনে সুফল পাওয়া যায়।
চিয়াং শি প্রদেশ হচ্ছে চীনের গুরুত্বপূর্ণ খাদ্যশস্যের উত্পাদন অঞ্চল ও বাণিজ্যিক খাদ্য উত্পাদনের ঘাটি। এ বছর গুরুতর অনাবৃষ্টি এ অঞ্চলের কৃষি উত্পাদনের ওপর প্রতিকুল প্রভাব ফেলেছে। (ইয়ু কুয়াং ইউয়ে)
|