v চীন আন্তর্জাতিক বেতারv বাংলা বিভাগv চীনের বিশ্ব কোষ
China Radio International
পর্যটনসংস্কৃতিবিজ্ঞানখেলাধুলাকৃষিসমাজঅর্থ-বাণিজ্যশিক্ষার আলো
চীনা সংবাদ
বিশ্ব সংবাদ
চীনের কণ্ঠ
সংবাদ ব্যক্তিত্ব
সংবাদের প্রেক্ষাপট
নানা দেশ
কুইজ
আবহাওয়া

মহা মিলন ২০০৮ পেইচিং অলিম্পিক গেমস

ভয়াবহ ভূমিকম্প দক্ষিণ-পশ্চিম চীনে আঘাত হেনেছে

লাসায় ১৪ মার্চ যা ঘটেছিল

ইয়ুন নান প্রদেশ

দক্ষিণ এশিয়া

তৃতীয় নয়ন
আরো>>
(GMT+08:00) 2007-08-21 19:02:29    
চীনের কমিউনিষ্ট পার্টির সপ্তদম কংগ্রেসের প্রতিনিধি নির্বাচন সম্পন্ন

cri
     সাত কোটি সদস্য বিশিষ্ট চীনের ক্ষমতাসীন দল--চীনের কমিউনিস্ট পার্টির সপ্তদশ জাতীয় কংগ্রেস এ বছর অনুষ্ঠিত হবে । কংগ্রেসের প্রতিনিধি নির্বাচনের কাজ আট মাস চলার পর সম্পন্ন হয়েছে। কড়া প্রান্তিক নির্বাচনের পর সমগ্র দেশে দু' হাজার দু' শ' প্রতিনিধি চীনের কমিউনিস্ট পার্টির সপ্তদশ জাতীয় কংগ্রেসের প্রতিনিধি নির্বাচিত হয়েছে । প্রতিনিধিরা চীনের বিভিন্ন মহলের জনসাধারণের প্রতিনিধিত্ব করবেন ।

    চীনের কমিউনিষ্ট পার্টি হল এক শ' ৩০ কোটি জনসংখ্যার একটি বড় দেশের ক্ষমতাসীন পার্টি । তাই এ পার্টির জাতীয় কংগ্রেসে অংশগ্রহণকারী প্রতিনিধিদের পার্টি সদস্যদের মধ্যে শ্রেষ্ঠ ব্যক্তি হতে হবে এবং তাদের ব্যাপক প্রতিনিধিত্ব থাকতে হবে । এ বছরের মে মাসে ৫৬ বছর বয়সী ছেন সুয়ে লি পূর্ব চীনের সাংদুং প্রদেশের ওয়েকাও শিল্পগোষ্ঠীর পরিচালনা মন্ডলীর চেয়ারম্যান নির্বাচিত হন । ওয়ে কাও শিল্পগোষ্ঠী একটি বেসরকারী শিল্পগোষ্ঠী । এ গোষ্ঠীর মোট মুলধন দুই বিলিয়ন ইউয়ান রেন মিন পি । কিছু দিন আগে ছেন সুয়ে লি পার্টির সপ্তদশ জাতীয় গণ কংগ্রেসের প্রতিনিধি নির্বাচিত হন । ছেন সুয়ে লি চীনের কমিউনিষ্ট পার্টির একজন প্রবীণ সদস্য । এ রাজনৈতিক মর্যাদা পাওয়া সম্পর্কে তিনি বলেছেন , পার্টির সপ্তদশ জাতীয় কংগ্রেসের প্রতিনিধিদের মধ্যে দুটি নতুন সংস্থার প্রতিনিধি থাকবে । এতে নতুন অর্থনৈতিক সংস্থাগুলোর উপর চীনের কমিউনিষ্ট পার্টির কেন্দ্রীয় কমিটির আন্তরিকতা প্রতিফলিত হয়েছে ।

     ছেন সুয়ে লি যে দু' ধরনের নতুন সংস্থার কথা বলেছেন , তা' হলো দুই ধরনের নতুন অর্থনৈতিক সংস্থা ও সামাজিক সংস্থা । নতুন অর্থনৈতিক সংস্থা প্রধানতঃ ওয়েকাও শিল্পগোষ্ঠীর মতো বেসরকারী শিল্প সংস্থাগুলো আর নতুন সামাজিক সংস্থা হল বেসরকারী বাণিজ্য সংস্থা ও অমূনাফামূলক সংস্থাগুলো। ছেন সুয়ে লি' নির্বাচিত হওয়ায় ওয়েকাও গোষ্ঠীর মধ্যে আলোড়ন সৃষ্টি হয়েছে । ওয়েকান গোষ্ঠীর পার্টি সদস্য চাও সু সিয়া বলেছেন , আমি মনে করি পার্টির জাতীয় কংগ্রেসের প্রতিনিধিদের পার্টি সদস্যদের মধ্যে শ্রেষ্ঠ ব্যক্তি হওয়া উচিত এবং সমাজ ও অর্থনীতির সবকটি ক্ষেত্রের প্রতিনিধি থাকা উচিত। ওয়েকাও গোষ্ঠীর পরিচালনা মন্ডলীর চেয়ারম্যান ছেন সুয়ে লির নির্বাচিত হওয়া মানে আমাদের প্রতি চীনের কমিউনিষ্ট পার্টির অনুপ্রেরণা ও সমর্থন।

     এবারের নির্বাচিত প্রতিনিধিদের মধ্যে শ্রমিক , কৃষক , সৈনিক , প্রযুক্তিবিদ , সরকারী সংস্থার সদস্য ছাড়াও ছেন সুয়ে লির মতো ২৫জন নতুন অর্থনৈতিক ও সামাজিক সংস্থার প্রতিনিধিরাও রয়েছেন ।

    চিং মু লিং চীনের প্রত্যন্ত অঞ্চলের একজন সংখ্যালঘু জাতির প্রতিনিধি । তিনি দক্ষিণ পশ্চিম চীনের ইউনান প্রদেশে মানমাও নামে একটি গ্রামের একজন পার্টি সদস্য । অতীতে এই গ্রামের অনেক গ্রামবাসী মাদক দ্রব্য খেত , ফলে অনেক গ্রামবাসী অকালে প্রাণ হারিয়েছে । ২০০১ সালে পার্টি সদস্য চিং মু লিং গ্রামে একটি নারী রক্ষী দল প্রতিষ্ঠা করেন এবং মাদক পাচার প্রতিরোধ ও এইডস রোগ প্রতিরোধের প্রচেষ্টা শুরু করেন । চিং মু লিনের পরিচালনায় গ্রামের অধিবাসীরা মাদক দ্রব্য খাওয়া বন্ধ করেন । ফলে গ্রামের কৃষি উত্পাদন দিন দিন উন্নত হচ্ছে । চিন মু লিনের প্রচেষ্টাকে স্থানীয় পার্টি সদস্য ও গ্রামবাসীরা ভূয়সী প্রশংসা করেছেন ।

    চিন মু লিং চিন পো জাতির একজন প্রতিনিধি । তিনি বলেছেন , আমি গ্রামবাসী ও পার্টি সদস্যদের আশাকে বিফলে যেতে দেবো না। আমি সীমান্ত অঞ্চলের জনসাধারণের আশা ও আবেদনের কথা পার্টির জাতীয় কংগ্রেসে জানাবো এবং পার্টির নীতিমালা গ্রামবাসীদের মধ্যে প্রচার করবো ।

    নির্বাচিত ২২০০জন প্রতিনিধির মধ্যে উত্পাদনের সম্মুখ ফ্রন্ট থেকে আসা প্রতিনিধির সংখ্যা মোট সংখ্যার ২৮ শতাংশ ছাড়িয়েছে । বিশেষজ্ঞদের ধারণা , প্রাথমিক স্তরের প্রতিনিধিদের অনুপাত বাড়ানো প্রাথমিক স্তরের পার্টি সদস্যদের মতামত ও অনুরোধ প্রকাশ করতে সাহায্য করবে এবং তাদের সক্রিয় ও সৃজনশীল শক্তি বাড়াতে সহায়ক হবে ।

    চীনের কমিউনিষ্ট পার্টির জাতীয় কংগ্রেস প্রতি পাঁচ বছর একবার অনুষ্ঠিত হয় । এই কংগ্রেস চীনের কমিউনিষ্ট পার্টি ও দেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ রাজনৈতিক তত্পরতা । ( ফোং সিউ ছিয়েন )