২১ আগস্ট পেইচিংয়ে অনুষ্ঠিত এক প্রেস ব্রিফিং থেকে জানা গেছে, চীনের বিজ্ঞান একাডেমি ও পেইচিং পৌর সরকারের যৌথ উদ্যোগে "নোবেল পুরস্কার বিজয়ীদের পেইচিং ফোরাম—২০০৭" ১১ থেকে ১৪ সেপ্টেম্বর পেইচিংয়ে অনুষ্ঠিত হবে।
এ ফোরামের বার্ষিক প্রসঙ্গ হচ্ছে "জ্বালানি সম্পদ ও পরিবেশ"। ৯ জন নোবেল পুরস্কার বিজয়ী ও ছয় জন বিশ্ব বিখ্যাত বিজ্ঞানী এবং বিজ্ঞান গবেষণা সংস্থার দায়িত্বশীল কর্মকর্তাগণ জ্বালানি সম্পদ ও পরিবেশের উন্নয়ন এবং সাশ্রয়সহ নানা ক্ষেত্রে মত বিনিময় করবেন। যাতে চীনের বিজ্ঞান মহল ও শিল্প মহল আন্তর্জাতিক জ্বালানি সম্পদ ও পরিবেশ উন্নয়নের বর্তমান অবস্থা সম্পর্কে অবহিত হওয়া, চীন ও বিশ্বের সংশ্লিষ্ট ক্ষেত্রের আন্তর্জাতিক সহযোগিতা জোরদার করা, জ্বালানি সম্পদের সাশ্রয় ও পরিবেশ সুরক্ষার ক্ষেত্রে ব্যাপক জনসাধারণের সচেতনতাকে উন্নত করা যায়।
"নোবেল পুরস্কার বিজয়ীদের পেইচিং ফোরাম" ২০০৫ সাল থেকে প্রতি বছর একবার অনুষ্ঠিত হয়। এর স্থায়ী প্রসঙ্গ হচ্ছে "মানবজাতির সুষম অবস্থান ও বিকাশ"। (ইয়ু কুয়াং ইউয়ে)
|