v চীন আন্তর্জাতিক বেতারv বাংলা বিভাগv চীনের বিশ্ব কোষ
China Radio International
পর্যটনসংস্কৃতিবিজ্ঞানখেলাধুলাকৃষিসমাজঅর্থ-বাণিজ্যশিক্ষার আলো
চীনা সংবাদ
বিশ্ব সংবাদ
চীনের কণ্ঠ
সংবাদ ব্যক্তিত্ব
সংবাদের প্রেক্ষাপট
নানা দেশ
কুইজ
আবহাওয়া

মহা মিলন ২০০৮ পেইচিং অলিম্পিক গেমস

ভয়াবহ ভূমিকম্প দক্ষিণ-পশ্চিম চীনে আঘাত হেনেছে

লাসায় ১৪ মার্চ যা ঘটেছিল

ইয়ুন নান প্রদেশ

দক্ষিণ এশিয়া

তৃতীয় নয়ন
আরো>>
(GMT+08:00) 2007-08-21 17:22:33    
পেইচিংয়ে স্পেনের সংস্কৃতি সম্পর্কিক কর্মসূচী নেয়া হয় (২)

cri

    স্পেন সরকার পেইচিংয়ের এই প্রদর্শনীকে যথেষ্ট গুরুত্ব দিয়েছে । স্পেনের রাজা জুয়ান কার্লোস তার চীন সফরকালে দু' বার চীনের জাতীয় চারুকলা গ্যালারী প্রদর্শন করেন এবং এই প্রদর্শনীর উদ্বোধনী অনুষ্ঠানে অংশ নিয়েছেন । স্পেনের যাদুঘরের প্রধান মিগুয়েল জুগাজা মিরানডো সাংবাদিকদের সঙ্গে এক সাক্ষাত্কারে বলেছেন , আমরা যে স্পেনের জাতীয় যাদুঘরের তৈজসপত্রগুলো চীনের জাতীয় চারুকলা গ্যালারীতে প্রদর্শন করতে পেরেছি , তা' নজিরবিহীন । এর জন্য আমরা আনন্দবোধ করি । আমরা যে ৫২টি ছবি বেছে নিয়েছি , তা' স্পেনের জাতীয় যাদুঘরের সর্বোচ্চমানের প্রতিনিধিত্ব করে ।এ প্রদর্শনীতে পাশ্চাত্য শিল্পকলার ইতিহাস প্রতিফলিত হয়েছে । চীনা দর্শকদের জন্য এটা ইতিহাস অধ্যয়নের একটি ভালো সুযোগ ।

    এই প্রদর্শনী পেইচিংয়ে আলোড়ন সৃষ্টি করেছে ।২৯শে জুন এ প্রদর্শনী শুরু হওয়ার পর প্রতিদিন কয়েক হাজার দর্শক এ প্রদর্শনী দেখতে আসেন । শনি ও রবিবার দর্শক সংখ্যা প্রায় দশ হাজারে উঠে ।দর্শক লি ইউন ছবি তুলতে পছন্দ করেন। তিনি আমাদের সংবাদদাতাকে বলেন , প্রদর্শনীকক্ষে ঢুকে আমি অবাক হয়েছি । আমার সামনে এত সুন্দর সুন্দর ছবি ! দুঃখের বিষয় হল , প্রদর্শনী কক্ষে ছবি তোলা নিষেধ। আমি প্রদর্শনীর একটি ছোট মেয়ের ছবি ভীষণ পছন্দ করি । উপভোগের সময় আমি নিজেকে বলি , কর্মীর অজান্তে একটি ছবি তুলতে পারলে কত ভালো ।

    চীনের জাতীয় চারুকলা গ্যালারীর প্রধান ফান দি আন এ প্রদর্শনী সম্পর্কে বলেছেন , চীনে প্রদর্শিত বিদেশের প্রদর্শনীগুলোর মধ্যে এ প্রদর্শনীর গুনগতমান সবচেয়ে উঁচু । চীনের নাগরিকরা স্পেনের বৈচিত্রময় সংস্কৃতি খুব পছন্দ করেন ।এ প্রদর্শনী স্পনের সংস্কৃতির প্রতি চীনা নাগরিকদের উপলব্ধি বাড়াতে সাহায্য করেছে ।

    জানা গেছে , পেইচিং ছাড়া সাংহাই ও কুয়াংচৌসহ চীনের বিভিন্ন স্থানেও স্পেনের সংস্কৃতি সম্পর্কিত নানা কর্মসূচী নেয়া হবে ।