v চীন আন্তর্জাতিক বেতারv বাংলা বিভাগv চীনের বিশ্ব কোষ
China Radio International
পর্যটনসংস্কৃতিবিজ্ঞানখেলাধুলাকৃষিসমাজঅর্থ-বাণিজ্যশিক্ষার আলো
চীনা সংবাদ
বিশ্ব সংবাদ
চীনের কণ্ঠ
সংবাদ ব্যক্তিত্ব
সংবাদের প্রেক্ষাপট
নানা দেশ
কুইজ
আবহাওয়া

মহা মিলন ২০০৮ পেইচিং অলিম্পিক গেমস

ভয়াবহ ভূমিকম্প দক্ষিণ-পশ্চিম চীনে আঘাত হেনেছে

লাসায় ১৪ মার্চ যা ঘটেছিল

ইয়ুন নান প্রদেশ

দক্ষিণ এশিয়া

তৃতীয় নয়ন
আরো>>
(GMT+08:00) 2007-08-21 17:19:46    
পেইচিংয়ে স্পেনের সংস্কৃতি সম্পর্কিক কর্মসূচী নেয়া হয়(১)

cri

    এ বছর চীনের স্পেন বছর । এ উপলক্ষে প্রদর্শনী ও সাংস্কৃতিক অনুষ্ঠানসহ নানা ধরনের কর্মসূচী পেইচিংয়ে অনুষ্ঠিত হয়েছে । এ সব কর্মসূচীর কল্যাণে পেইচিংয়ের মতো একটি প্রাচীন নগরেও স্পেনের প্রাণবন্ত পরিবেশ বিরাজ করছে ।

    ফ্লামেনকো স্পেনের একটি বিখ্যাত নৃত্য। গিটারের সুরে সুরে শিল্পীরা মাথা উঁচু করে সুরের সঙ্গে মিলিয়ে জোরে হাততালি দেন এবং পায়ের জুতার তলা দিয়ে তক্তার উপর জোরে শব্দ করেন । শিল্পীরা গায়ের লম্বা স্কার্ট উড়িয়ে উড়িয়ে তাদের প্রাণশক্তি প্রদর্শন করেন । শিল্পীদের নৃত্য যে এত সুশৃঙ্খল এবং সামঞ্জস্যপূর্ণ , দর্শকরা তা দেখে মুগ্ধ না হয়ে পারেন না । 

    ফ্লামেনকো  স্পেনের শিল্পের একটি উত্কৃষ্ট দিক । এতে নৃত্য ,সংগীত ও বাদযন্ত্র তিনটিই আছে । ২০০৭ সালে চীনের স্পেন বর্ষের অন্যতম কর্মসূচী হিসেবে পেইচিংয়ে'সবার জন্য ফ্লামেনকো ' নামে সাপ্তাহিক শিল্পকলা উত্সব অনুষ্ঠিত হয়েছে । এই উত্সবে সাংস্কৃতিক অনুষ্ঠান ,আলোচনা সভা ,গিটার কোর্স ও শিশুনৃত্যের  কোর্সসহ নানা ধরনের কর্মসুচী রয়েছে । স্পেনিসদের পছন্দ ফ্লামেনকো নৃত্য প্রথমবারের মতো পেইচিংয়ের নাগরিকদের জীবনে প্রবেশ করেছে । এ উত্সবে আয়োজিত একটি আলোকচিত্র প্রদর্শনীতে বিভিন্ন দিক থেকে স্পেনের ফ্লামেনকো নৃত্যের নৈপুন্য দেখানো হয়েছে । স্পেনের বিখ্যাত গীটার বাদক গেরার্ডো নুনেজ বলেন, ফ্লামেনকো শিল্পকলা উত্সব চলাকালে আমরা পেইচিংয়ের সেরভানটিস ইন্সটিটিউটে ফ্লামেনকো নৃত্যের ওপর শিক্ষার্কোস করেছি । পেইচিংয়ের নৃত্যানুরাগীরা বিনা পয়সায় ফ্লামেনকো নৃত্য ও গীটার শিখতে পারেন । আমরা আনন্দের সঙ্গে লক্ষ্য করেছি যে পেইচিংয়ের অনেক নাগরিক ফ্লামেনকো নৃত্য পছন্দ করেন । তাদের হাতে আমাদের নৃত্যের ভিডিও আছে । চীনা নৃত্য অনুরাগীদের নৃত্য শিখাতে পেরে আমরা আনন্দবোধ করি ।

    চীনের জাতীয় চারুকলা গ্যালারীতে স্পেনের জাতীয় যাদুঘরের একটি প্রদর্শনী প্রদর্শীত হয়েছে । এ যাদুঘরের প্রদর্শনী এই প্রথমবার চীনে প্রদর্শীত হয়। ভেসেলিও টিটিয়ান ,পিটার পাউল রুবেনস ও ফ্রান্সিস্কো ডে গোয়া লুসিয়েন্টসসহ ইউরোপের নামকরা চিত্রশিল্পীর আঁকা ৫২টি মূল্যবান ছবিতে ইউরোপের বিখ্যাত ঐতিহাসিক ব্যক্তি , গুরুত্বপূর্ণ ঐতিহাসিক ঘটনা ,অলীক কাহিনী , ধর্মীয় কাহিনী ও নাগরিকদের দৈনন্দিন জীবন প্রতিফলিত হয়েছে।এগুলোর মধ্যে ভিসিলিও টিটিয়ানের আঁকা ' প্রেম ও সংগীতে অভিভুত ভেনাস ' নামে ছবিটির মূল্য পাঁচ কোটি ইউরোর মতো ।