v চীন আন্তর্জাতিক বেতারv বাংলা বিভাগv চীনের বিশ্ব কোষ
China Radio International
পর্যটনসংস্কৃতিবিজ্ঞানখেলাধুলাকৃষিসমাজঅর্থ-বাণিজ্যশিক্ষার আলো
চীনা সংবাদ
বিশ্ব সংবাদ
চীনের কণ্ঠ
সংবাদ ব্যক্তিত্ব
সংবাদের প্রেক্ষাপট
নানা দেশ
কুইজ
আবহাওয়া

মহা মিলন ২০০৮ পেইচিং অলিম্পিক গেমস

ভয়াবহ ভূমিকম্প দক্ষিণ-পশ্চিম চীনে আঘাত হেনেছে

লাসায় ১৪ মার্চ যা ঘটেছিল

ইয়ুন নান প্রদেশ

দক্ষিণ এশিয়া

তৃতীয় নয়ন
আরো>>
(GMT+08:00) 2007-08-20 20:52:52    
ভারতের  রেংঙ্কি বেড়েছে

cri
    ভারতের রেংঙ্কি বেড়েছে

    এদিকে ২১ বছর পর আবার ভারত ইংল্যান্ড জয়ের মাধ্যমে বিশেষ পুরস্কার হিসেবে আইসিসি রেঙ্কি-এ দুই ধাপ উপরে উঠে গেছে । এখন টেস্ট রেঙ্কিং-এ ভারতের অবস্হান তিন নম্বরে । তাদের রেটিং পয়েন্ট ১০৭ । তবে ওভাল টেস্টে যদি তারা জিততো তাহলে তাদের পয়েন্ট ইংল্যান্ডের সমান হয়ে যেতো আর থাকতে পারতো এক স্হানে । অপর দিকে ভারতের নিচে নেমে যেতে হয়েছে শ্রীলঙ্কা ও দক্ষিণ আফ্রিকাকে । পাকিস্তান ও শ্রীলঙ্কা হচ্ছে ছয় ও সাত নম্বরে । আট নম্বরে ওয়েস্ট ইন্ডিজ আর বাংলাদেশ হচ্ছে নয় নম্বরে ।

    ইংল্যান্ডের বিরুদ্ধে ভারতের জয়

    ইংল্যান্ড জয়ের পর ভারত একমাত্র ওয়ানডে খেলায়ও স্কটল্যাস্ডকে হারিয়েছে ৭ উইকেটে । গ্লাসগোর টিটউডে অনুস্ঠিত এ খেলায় ভারত স্কটল্যান্ডের ৯ উইকেটে সংগৃহিত ২০৩ রানের জবাবে ৩ উইকেটে ২১২ রান করে ।

    টুয়েন্টি টুয়েন্টি ক্রিকেট

    টুয়েন্টি টুয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতি হিসেবে কেনিয়াতে শুরু হতে যাচ্ছে একটি চার জাতি ক্রিকেট টুর্ণামেন্ট । টুর্ণামেন্টেরঅংশগ্রহণকারী দলগুলো হচ্ছে স্বাগতিক কেনিয়া, উগান্ডা পাকিস্তান ও বাংলাদেশ । ১লা সেপ্টেম্বর বাংলাদেশ প্রথম ম্যাচ খেলবে কেনিয়ার বিরুদ্ধে । বাংলাদেশ দল আগামী ১৩ সেপ্টেম্বর জোহান্সবার্গে তাদের প্রথম খেলায় নামবে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে এবং দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে খেলবে ১৫ সেপ্টেম্বর ।

    ফুটবল

    ভারতের ওএনজিসি নেহেরু কাপ ফুটবল টুর্নামেন্টে বাংলাদেশ প্রথম খেলাতেই হেরে গেছে । শনিবার নয়াদিল্লির আম্বেদকার স্টেডিয়ামে অনুস্ঠিত ম্যাচে বাংলাদেশ শক্তিশালী সিরিয়ার কাছে হেরে যায় ২-০ গোলের ব্যবধানে । এ দুটি গোলই হয় ম্যাচের দ্বিতীয়ার্ধে। টুর্নামেন্টে বাংলাদেশ তাদের শেষ দুটি ম্যাচ খেলবে ২২ ও ২৪ আগস্ট যথাক্রমে কম্বোডিয়া ও কিরঘিস্তানের বিপক্ষে । আজ বাংলাদেশ খেলছে টুর্ণামেন্টের ফেবারিট দল ভারতের বিপক্ষে ।

    এ সি মিলান লুগি কাপ জিতেছে

ইটালিয়ান স্ট্রাইকার ফিলিপো ইনজাঘির দেয়া জোড়া গোলে জুভেন্টাসকে হারিয়ে নবমবারের মত লুগি বার্লেসকোনি ট্রফির শিরোপা জিতেছে এসি মিলান । এ খেলায় এসি মিলান ২-০ গোলে জয়লাভ করেছে । চ্যাম্পিয়নস লিগের ফাইনালে দুই গোল করার পর ইনজাঘি আবারো দু গোল করে শুক্রবার রাতে ইটালিয়ান গ্রীষ্মকালীন ফুটবল টুর্ণামেন্টের ফাইনালের শিরোপা জেতান এসি মিলানকে ।

    রিয়াল জয় পেয়েছে

    রেমন ডি কারানজা ট্রফিতে রিয়াল মাদ্রিদের জয়টা এসেছে কাদিজের বিপক্ষে তৃতীয় স্হান নির্ধরণী ম্যাচ থেকে । তারা জয় পেয়েছে ৩-১ গোলে । এদিন কাদিজের রেমন ডি কারানজা মাঠে জরাগোজাকে হারিয়ে এ টুর্ণামেন্টে চ্যাম্পিয়ন হয়েছে রিয়াল বেটিস ।

    টটেনহ্যাম প্রথম জয় পেলো

    টটেনহ্যাম শনিবার তার নিজের মাঠে প্রথমবারেরমত ৪-০ গোলে হারিয়েছে ডার্বিশায়ারকে । উইগান দলও এদিন বড় ব্যবধানে জয় পেয়েছে । সান্ডারল্যান্ড তাদের কাছে হেরে যায় ৩-০ গোলে । তবে এভারটন হেরে গেছে রিডিং-এর কাছে মাত্র ১-০ গোলে । অপরদিকে পোর্টসমাউথ ৩-১ গোলে বোলটন ওয়ান্ডারর্সকে এবং মিডলসবরো ২-১ গোলে হারিয়েছে ফুলহ্যামকে । ওয়েস্টহ্যাম১-০ লোলে জয়ী হয় বার্মিংহামেরবিপক্ষে এবং নিউক্যাসল ড্র করে অ্যাস্টন ভিলার সঙ্গে ।

    বেকহ্যামের গ্যালাক্সি হেরেছে

মেজর লীগ সকারে ডেভিড বেকহ্যামের প্রথম আবির্ভাব সত্বেও তার ক্লাব লস অ্যান্জেলস গ্যালাক্সি ৪-৫ গোলে হেরে গেছে নিউইয়র্ক রেড বুলসের কাছে । শনিবার ন্যুজার্সির জায়ান্টস স্টেডিয়ামে অনুস্ঠিত ম্যাচে ন্যুইয়র্ক রেড বুলসের জর্জি আলটিডর এবং হুয়ান পাবলো অ্যানজেল ও গ্যালাক্সির কার্লোস পাভোন দুটি করে গোল করেন ।

    এবারে টেনিস

    হেনিন ও ফেদেরার ফাইনালে

    যে কোন টুর্নামেন্টে ফাইনালে ওঠা যেন রীতিমতো অভ্যাসে পরিণত হয়েছে সুইস টেনিস তারকা রজার ফেদোরার । আর ফাইনালের স্নায়ুযুদ্ধ জয়ের পাল্লাটা ফেদেরারের দিকেই যেন ভারি ।

    ফেদেরার গত শনিবার সিনসিনাটি ওপেনের ফাইনালে ওঠেছে । তবে ফাইনালে ওঠার পথটা খুব একটা সহজ ছিল না তার জন্য । যুক্তরাস্ট্রের এই হার্ডকোর্ট টুর্নামেন্টের শুরু থেকেই খুঁড়িয়ে খুঁড়িয়ে এগিয়ে চলা ফেদেরারকে সেমিফাইনালেও জয়ের জন্য ভাগ্যের উপর নির্ভর করতে হয়েছে । সাবেক এক নম্বর অসি টেনিস তারকা লিউটন হুটের বিপক্ষ ৬-৩, ৬-৭ ( ৭/৯ ), ৭-৬ ( ৭/১ ) সেটের কস্টার্জিত জয় নিয়ে ফাইনালের টিকিট নিশ্চিত করেন ফেদেরার । ক্যারিয়ারের ৫০তম শিরোপা জেতাটা এখন রীতিমতো চ্যালেন্জ হয়ে দাঁড়িয়েছে তার সামনে । ফাইনালে ফেদেরার প্রতিপক্ষ হবেন যুক্তরাস্ট্রের জেমস বেক । এই মার্কিন টেনিস তারকা সেমিফাইনালে রাশিয়ার নিকোলে দাভিদেঙ্কোর বিপক্ষে সরাসরি ৬-৪ ও ৬-২ সেটে ম্যাচ জেতেন ।

    এদিকে কানাডার রজার্স কাপের ফাইনালে উঠেছেন মেয়েদের শীর্ষ বাছাই জাস্টিন হেনিন এবং সার্বিয়ান টেনিস সেনসেশন জেলেনা জানকোভিচ । সেমিফাইনালে চীনের ইয়ান জি'র বিপক্ষে সরাসরি ৬-৩ ও ৬-০ সেটে ম্যাচটি জেতেন হেনিন । আন্য আরেক ম্যাচে ফ্রান্সের তাতিয়ানা গলোভিনেকে ৫-৭, ৬-৩ ও ৬-২ সেটে হারিয়ে ফাইনালে ওঠেন জানকোভিচ । এ বছর হেনিনের পাঁচটি শিরোপা জয়ের বিপরীতে জানকোভিচ জিতেছেন চার টি শিরোপা ।