v চীন আন্তর্জাতিক বেতারv বাংলা বিভাগv চীনের বিশ্ব কোষ
China Radio International
পর্যটনসংস্কৃতিবিজ্ঞানখেলাধুলাকৃষিসমাজঅর্থ-বাণিজ্যশিক্ষার আলো
চীনা সংবাদ
বিশ্ব সংবাদ
চীনের কণ্ঠ
সংবাদ ব্যক্তিত্ব
সংবাদের প্রেক্ষাপট
নানা দেশ
কুইজ
আবহাওয়া

মহা মিলন ২০০৮ পেইচিং অলিম্পিক গেমস

ভয়াবহ ভূমিকম্প দক্ষিণ-পশ্চিম চীনে আঘাত হেনেছে

লাসায় ১৪ মার্চ যা ঘটেছিল

ইয়ুন নান প্রদেশ

দক্ষিণ এশিয়া

তৃতীয় নয়ন
আরো>>
(GMT+08:00) 2007-08-20 19:32:19    
পরবর্তী অনুষ্ঠানমালা --- ২০০৭/৮/২০

cri

    এ বছর চীনের স্পেন বছর। এ উপলক্ষে প্রদর্শনী ও সাংস্কৃতিক অনুষ্ঠানসহ নানা ধরনের কর্মসূচী পেইচিংয়ে অনুষ্ঠিত হয়েছে। এ সব কর্মসূচীর ক্যালণে পেইচিংয়ের মতো একটি প্রাচীন নগরেও স্পেনের প্রাণবন্ত পরিবেশ বিরাজ করছে। ২১ আগস্ট সংস্কৃতির সম্ভার আসরে ফাং সিউ ছিয়েন পেইচিংয়ে স্পেনের সংস্কৃতি সম্পর্কিত কর্মসূচী প্রসঙ্গে একটি প্রতিবেদন পড়ে শোনাবেন।

    সম্প্রতি পেইচিংয়ে ২২ বছর বয়সী নারী পিয়ানোবাদক লি আং চীনে তাঁর প্রথম একক পিয়ানো বাদনের আয়োজন করেছেন। তিনি দশ বার বছর বয়স থেকে বিদেশে লেখাপড়া করেন ও পিয়ানো বাজানো শুরু করেন। পাশ্চাত্য সংগীতকে সুষ্ঠুভাবে জানার পর তিনি চীনের সংগীত পাশ্চাত্য দর্শকদের কাছে পৌঁছানোর কাজ শুরু করেন। ২১ আগস্ট সংস্কৃতির সম্ভার আসরে ইয়াং ওয়েই মিং লি আং ও তাঁর সংগীত জীবন সম্পর্কে আপনাদের জানিয়ে দেবেন।

    পূর্ব চীনের চেচিয়াং প্রদেশের গ্রামাঞ্চলের একজন চলচ্চিত্র প্রদর্শক চেন ইয়ুন লিন একজন প্রতিবন্ধী। গত কয়েক দশক ধরে তিনি তার অসাড় ডান পা নিয়ে ৮৫টি গ্রামের মধ্যে ঘুরে বেড়াচ্ছেন এবং স্থানীয় কৃষকদের জন্যে ৪৪০০'রও বেশি বার চলচ্চিত্র দেখিয়েছেন। চেন ইয়ুন লিনের বয়স ৫৭ বছর। তিনি এ পর্যন্ত ২৪ বছর ধরে স্থানীয় কৃষকদের জন্যে নানা ধরনের ছায়াছবি দেখিয়েছেন। প্রতিবার চেন ইয়ুন লিন এর আসার অপেক্ষায় বিভিন্ন গ্রামের কৃষকরা অনেক আগে থেকেই খোলা মাঠে সমবেত হন। দর্শকদের সংখ্যা বেশি হলে কয়েক শ'তে পৌঁছতে পারে। ২২ আগস্ট সমাজ দর্পন আসরে এ কাহিনী পরিবেশন করবেন শি চিং উ।

    এতোক্ষণ আপনারা যা শুনলেন, তা সি কাং লি নামে ওয়া জাতির বৈশিষ্ট্যসম্পন্ন নৃত্যনাট্যের সংগীত। এই নৃত্যনাট্যের পরিবেশকরা সবাই কেন্দ্রীয় সংখ্যালঘু জাতি বিশ্ববিদ্যালয়ের নৃত্য শিল্পী দলের প্রশিক্ষণার্থী সদস্য। তারা চীনের কেন্দ্রীয় সংখ্যাঘলু জাতিসমূহ বিষয়ক বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া করেন। যারা বিভিন্ন জাতি থেকে এসেছেন এবং ভিন্ন ভিন্ন বিষয়ে পড়ছেন। কিন্তু সংখ্যালঘু জাতির নৃত্য চর্চার ব্যাপারে অভিন্ন কৌতুহলের কারণে তারা ছাত্রছাত্রীদের একটি সংখ্যালঘু জাতির নৃত্য শিল্পী দল গঠন করেছেন। ২২ আগস্ট ওরা অনন্য আসরে এ সম্পর্কে আপনাদের কিছু বলবেন।

    অন্তঃর্মঙ্গোলিয়ার মধ্য-পশ্চিমাঞ্চলে অবস্থিত হুহোহাট, পাওথাও, এরডোস এই তিনটি শহর ২০০৬ সালে গোটা অঞ্চলের অর্ধেকেরও বেশি জি.ডি.পি সৃষ্টি করেছে এবং অন্তঃর্মঙ্গোলিয়ার উন্নয়নের ক্ষেত্রে সবচেয়ে প্রাণবন্ত অঞ্চলে পরিণত হয়েছে। ফলে এই তিনটি শহরকে অন্তঃর্মঙ্গোলিয়ার আর্থ-সামাজিক উন্নয়নের "সোনালী ত্রিকোণ" বলা হয়। ২৩ আগস্ট অর্থনীতির অগ্রযাত্রা আসরে এই অঞ্চলের বিকাশ অবস্থা আপনাদের শোনানো হবে।

    চীনে কৃষি ক্ষেত্রে অন্যান্য ক্ষেত্রের চেয়ে আরো বেশি পানি ব্যবহার করা হচ্ছে। এ ক্ষেত্রে ব্যবহৃত পানির পরিমাণ দেশের পানি ব্যবহারের মোট পরিমাণের ৬৪ শতাংশেরও বেশি। কিন্তু চীনে পানি ব্যবহারের প্রকৃত হার খুব কম। পানি সম্পদের গুরুতর অভাবের পরিপ্রেক্ষিতে চীনের বহু অঞ্চলে কৃষি ক্ষেত্রে পানি সাশ্রয়ী ব্যবস্থা নেয়া হচ্ছে। যাতে পানি সম্পদ বাঁচানোর পাশাপাশি আরো বেশি ফলনপ্রাচুর্য পাওয়া যায়। চীনে উত্তরাংশে দক্ষিণাংশের চেয়ে পানি সম্পদের আরো বেশি অভাব । ২৪ আগস্ট সেই গ্রাম এই জীবন আসরে উত্তর চীনে পানি সম্পদের ব্যবহার ও কৃষি উন্নয়ন সম্পর্কে থান ইয়াও খাং আপনাদের কিছু বলবেন।

    তা ছাড়া প্রতি দিন আরো রয়েছে খবর এবং অন্যান্য নিয়মিত অনুষ্ঠান। সময় মত সি আর আই এর বাংলা অনুষ্ঠানগুলো শোনার জন্য আগে থেকেই সকল শ্রোতাবন্ধুদের সাদর আমন্ত্রণ জানিয়ে রাখছি। (ইয়ু কুয়াং ইউয়ে)