জর্ডানের রাজা দ্বিতীয় আবদুল্লাহ ১৯ আগস্ট বলেছেন, মার্কিন প্রেসিডেন্ট বুশ শরত্কালে মধ্যপ্রাচ্য এলাকার শান্তিপূর্ণ আন্তর্জাতিক সম্মেলন অনুষ্ঠানের প্রস্তাব দিয়েছেন। তিনি আশা করেন, ইউরোপ তাকে সমর্থন করতে পারবে। যাতে ফিলিস্তিন ও ইস্রাইলের শান্তিপূর্ণ প্রক্রিয়াকে ত্বরান্বিতসহ সমগ্র অঞ্চলের নিরাপত্তা ও স্থিতিশীলতা পুনরুদ্ধারে সাহায্য করা যায়।
এদিন আবদুল্লাহ সফররত ইউরোপীয় কমিটির স্পীকার রেনে ভান দের লিন্ডেনের সঙ্গে বৈঠক করেছেন। আবদুল্লাহ ইউরোপের দেশগুলোকে ফিলিস্তিনকে আরো বেশি সাহায্য ও সমর্থন দেয়ার আহ্বান জানিয়েছেন। যাতে ফিলিস্তিনের জনগণের জীবনযাত্রার মানোন্নয়ন করা যায়।
|