মার্কিন পররাষ্ট্র বিভাগ ১৯ আগস্ট এক বিবৃতিতে বলেছে, মার্কিন যুক্তরাষ্ট্র চলতি শরত্কাল থেকে ফিলিস্তিন সরকারের প্রেসিডেন্টের রক্ষী বাহিনীকে প্রশিক্ষণ দেবে। যাতে ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের নিরাপত্তাসহ বিভিন্ন লক্ষকে নিশ্চিত করা যায়।
বিবৃতিতে বলা হয়েছে, প্রেসিডেন্টের রক্ষী বাহিনীকে প্রশিক্ষণের সময়সূচী চলতি শরত্কাল থেকে ২০০৮ সালের প্রথম দিক পর্যন্ত চলবে। এই বাহিনীর লক্ষ হচ্ছে ফিলিস্তিনের জনগণের নিরাপত্তা ব্যবস্থা ও সন্ত্রাসদমন, দলের মধ্যে পারস্পরিক আস্থা গড়ে তোলা এবং ফিলিস্তিন ও ইস্রাইলের মধ্যে নিরাপত্তার চাহিদা মেটাতে সাহায্য করা।
এর আগে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী কন্ডোলিত্জা রাইস জর্ডান নদীর পশ্চিম তীর সফরকালে ঘোষণা করেছেন, মার্কিন যুক্তরাষ্ট্র ফিলিস্তিনকে আট কোটি মার্কিন ডলার সাহায্য দেবে। যাতে ফিলিস্তিনের নিরাপত্তা জোরদার করা যায়।
|