এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের অষ্টম এইডস সম্মেলন ১৯ আগস্ট সন্ধ্যায় শ্রীলংকার রাজধানী কলম্বোয় শুরু হয়েছে। ৭০টিরও বেশি দেশ ও অঞ্চলের দু'হাজার পাঁচ শোরও বেশি প্রতিনিধিগণ পাঁচ দিনব্যাপী এ সম্মেলনে এইডস কীভাবে প্রতিরোধ ও নিয়ন্ত্রণ করা যায় সে সম্পর্কে মত বিনিময় ও নীতি প্রণয়ন করবেন।
এবারের সম্মেলনের প্রসঙ্গ হচ্ছে পরিবর্তনের তরঙ্গে পরিবর্তনের আশা" । সম্মেলনের স্বাগতিকদেশ আশা করেন, বিভিন্ন দেশ ও সমাজের বিভিন্ন পর্যায়ের বিনিময় ও সহযোগিতার মাধ্যমে এইডস রোগী এবং জনগণের মধ্যে নতুন আশার আলো বয়ে আনবে।
শ্রীলংকার প্রেসিডেন্ট মাহিন্দা রাজাপাকশে বিভিন্ন দেশ ও বেসরকারী সংস্থার প্রতি সহযোগিতা জোরদারের আহ্বান জানিয়েছেন। তিনি এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের বিভিন্ন দেশের নেতৃবৃন্দের প্রতি সমন্বয় জোরদার করা এবং এইডস নিয়ন্ত্রণ ও দূর করার লক্ষ্য বাস্তবায়নেরও আহ্বান জানিয়েছেন।(পান্না)
|