ম্যাকাও বিশেষ অঞ্চলের পর্যটন বিভাগের প্রধান আন তুং লিয়াং সম্প্রতি বলেছেন , এ বছরের প্রথমার্ধে ম্যাকাও ভ্রমণে আসা দক্ষিণ পূর্ব এশীয় পর্যটকের সংখ্যা ৭০ শতাংশ বেড়েছে ।
পরিসংখ্যান অনুযায়ী , এ বছরের প্রথমার্ধে ম্যাকাও ভ্রমণে আসা পর্যটকের সংখ্যা ২০ শতাংশ বেড়ে ১ কোটি ২০ লাখ পার্সন-টাইম ছাড়িয়ে গেছে । এর ছাড়াও দক্ষিণ-পূর্ব এশীয় পর্যটকের সংখ্যা বিপুলমাত্রায় বৃদ্ধি পেয়েছে । এর মধ্যে মালয়েশিয়ার পর্যটকের সংখ্যা দ্বিগুণ বেড়েছে । থাইল্যান্ড , সিংগাপুর ও ফিলিপাইনের পর্যটকের সংখ্যাও ৪০ শতাংশ থেকে ৬০ শতাংশ পর্যন্ত বেড়ে গেছে ।
আন তুং লিয়াং বলেন , ম্যাকাও'র পর্যটন শিল্প একটি নতুন পর্যায়ে উন্নীত হয়েছে । আরো বেশি পর্যটককে আকর্ষণ করার জন্য পর্যটন বিভাগ এশিয়ায় ব্যাপকভাবে প্রচার অভিযান চালাচ্ছে । (থান ইয়াও খাং)
|