চীনের উপ-প্রধানমন্ত্রী হুই লিয়াং ইয়্যু জোর দিয়ে বলেছেন , আধুনিক বনায়ন শিল্প গড়ে তোলা এবং নতুন ও আরো বিরাট আর্থ-সামাজিক উন্নয়ন ত্বরান্বিত করার জন্য নীতি প্রণয়নের দিক থেকে সরকারের সহায়তা আরো জোরদার করা হবে ।
২০ আগস্ট পূর্ব চীনের চেচিয়াং প্রদেশের হানচৌ শহরে অনুষ্ঠিত চীনের বনায়ন শিল্পের বিকাশ বিষয়ক একটি অধিবেশনে তিনি বলেছেন , বনায়ন শিল্পের উন্নয়ন করা এবং বনাঞ্চলের অর্থনীতিকে সমৃদ্ধ করে তোলা পরিবেশ সুরক্ষা , সুষম সমাজ এবং নতুন গ্রামাঞ্চল ও সচ্ছল সমাজ গড়ে তোলার জন্য গুরুত্বপূর্ণ কৌশলগত তাত্পর্য সৃষ্টি করবে ।
জানা গেছে , গত কয়েক বছরে চীনে বনায়ন শিল্প একটানা ও দ্রুতভাবে বিকশিত হয়েছে । ২০০৬ সালে চীনের বনায়ন শিল্পের জিডিপি এক ট্রিলিয়ন ইউয়ান ছাড়িয়ে গেছে । অনুমান করা হচ্ছে , ২০১০ সাল পর্যন্ত চীনের বনায়ন শিল্পের জিডিপি দেড় ট্রিলিয়ন ইউয়ানে দাঁড়াবে । (থান ইয়াও খাং)
|