২৪তম ইউনিভার্সিয়াড ১৮ আগস্ট থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে শেষ হয় । চীনের ক্রীড়া প্রতিনিধি দল ৩২টি স্বর্ণ , ২৯টি রৌপ্য ও ২৬টি ব্রোঞ্জ পদক পেয়ে পদকের দিক থেকে প্রথম হয়েছে ।
এ দিন ব্যাংকক ইউনিভার্সিয়াডে চীনের ডাইভিং দল ২টি স্বর্ণ ও ৩টি রৌপ্য পদক জয় করে । এর মধ্যে লি থিং মেয়েদের তিন মিটার স্প্রিং বোর্ড ইভেন্টে স্বর্ণ পদক এবং হু চিয়া ও ওয়াং লিয়াং পুরুষদের ১০ মিটার প্ল্যাটফর্ম ক্রীড়ায় আলাদা আলাদাভাবে স্বর্ণ ও রৌপ্য পদক অর্জন করেছেন ।
বিশ্বের ১৫৬টি দেশ ও অঞ্চলের প্রায় ১০ হাজার ক্রীড়াবিদ এবারের ইউনিভার্সিয়াডে অংশ নিয়েছেন ।
২৫তম ইউনিভার্সিয়াড ২০০৯ সালে সার্বিয়ার রাজধানী বেলগ্রেডে অনুষ্ঠিত হবে । (থান ইয়াও খাং)
|