১৮ আগস্ট উত্তর পূর্ব চীনে চীনের সর্বাধুনিক পরমাণু বিদ্যুত্ কেন্দ্র - লিয়াও নিন প্রদেশের হোং ইয়ান হো পরমাণু বিদ্যুত্ কেন্দ্রের প্রধান প্রকল্পের নির্মাণকাজ অনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে । চীনের উপ- প্রধানমন্ত্রী চেন ফেই ইয়ান প্রকল্পের নির্মাণকাজের উদ্বোধন করেছেন ।
চীনের জাতীয় গণ কংগ্রেসের স্থায়ী কমিটির চেয়ারম্যান উ পাং কুও এই প্রকল্পের নির্মাণকাজে জড়িত বিভিন্ন পক্ষকে ঐক্যবদ্ধভাবে উদ্ভাবনের মনোবল প্রসারিত করা এবং স্বতন্ত্র ডিজাইন , নির্মাণ ও ব্যবস্থাপনার ক্ষেত্রে নতুন ও প্রগাঢ় পদক্ষেপ গ্রহণ করার নির্দেশ দিয়েছেন ।
চীনের প্রধানমন্ত্রী ওয়েন চিয়া পাও বলেছেন , হোং ইয়ান হো পরমাণু বিদ্যুত্ কেন্দ্রের প্রধান প্রকল্পের নির্মাণকাজ যে শুরু হয়েছে , তা থেকে বোঝা যায় , চীনের পরমাণু বিদ্যুত্ শিল্প দ্রুত বিকাশের দিকে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ এগিয়েছে । (থান ইয়াও খাং)
|