শান্তিপূর্ণ দায়িত্ব--২০০৭ নামে সাংহাই সহযোগিতা সংস্থার সদস্যদেশগুলোর সামরিক মহড়ায় অংশগ্রহণকারী চীনের সেনাবাহিনীর অফিসার ও সৈনিকের প্রথম কিস্তি ১৮ আগষ্ট রাশিয়ার ছেলিয়াবিন্সক বিমানবন্দর ত্যাগ করে স্বদেশের উদ্দেশ্যে রওয়ানা হয়েছেন।
মহড়ার চীনা পরিচালক বলেছেন , সেনা বাহিনীর ফিরে আসার পথও একই হবে । অফিসার ও সৈনিকরা রেলগাড়ী ও বিমান যোগে দেশে ফিরে আসবেন । অফিসার ও সৈনিকের শেষ কিস্তি ২৬ আগষ্ট রেলগাড়ী যোগে দেশে উত্তর-পূর্ব চীনের মানচৌলি সীমান্ত স্থলবন্দরেফিরবেন ।
মহড়ার চীনা পরিচালনা বিভাগের প্রধান লু ছুয়ান কান বলেছেন , চীনের সৈন্যবাহিনী এই প্রথমবার সামরিক মহড়ায় অংশ নেয়ার জন্য বিপুল সংখ্যক সৈন্যকে বিদেশে পাঠিয়েছে । এটা চীনের সৈন্যবাহিনীর জন্য একটি পরীক্ষা , এতে অনেক অভিজ্ঞতাও সঞ্চয় হয়েছে ।
|