চীনের রাষ্ট্রীয় পরষদের প্রশাসনিক অনুমোদন ব্যবস্থা সংস্কারের দায়িত্বে নিয়োজিত কর্মকর্তা লি ইয়ু ফু সম্প্রতি বলেছেন , চীন আরো কিছু সংখ্যক প্রশাসনিক অনুমোদন সাপেক্ষ প্রকল্প বাতিল বা পুনর্বিন্যাস করবে ।
একটি সাংবাদিক সাক্ষাত্কারে লি ইয়ু ফু বলেন , ১৯৯৮ সাল থেকে চীন প্রশাসনিক অনুমোদন ব্যবস্থার সংস্কারের কাজ শুরু করে । এ পর্যন্ত চীনের রাষ্ট্রীয় পরিষদের বিভিন্ন বিভাগ মোট ১ হাজার ৮ শ'রও বেশি প্রশাসনিক অনুমোদন সাপেক্ষ প্রকল্প বাতিল বা পুনর্বিন্যাস করেছে । এটি মোট প্রকল্পগুলোর অর্ধেকেরও বেশি । চীনের বিভিন্ন প্রদেশ ও স্বায়ত্তশাসিত অঞ্চলও যথাক্রমে অর্ধেকেরও বেশি প্রশাসনিক অনুমোদন সাপেক্ষ প্রকল্প বাতিল বা পুনর্বিন্যাস করেছে ।
লি ইয়ু ফু বলেন , সংস্কারের মাধ্যমে বিভিন্ন স্থান ও বিভাগ ভালোভাবে অনুমোদন সাপেক্ষ বিষয়গুলোর আধিক্য ও অনুমোদনের প্রক্রিয়ার জটিলতা সমস্যার সমাধান করেছে এবং অনুমোদনের নামে নির্বিচারে ফি আদায় এবং অনুমোদন দেয়ার অধিকারের যথেচ্ছ ব্যবহারসহ জনসাধারণের স্বার্থের পক্ষে ক্ষতিকর নানা ধরণের আচরণ রোধ করতে সক্ষম হয়েছে ।
|