হেইনজ ফিশার ১৯৩৮ সালের ৯ অক্টোবর দক্ষিণ অস্ট্রিয়ার গ্রাজ শহরে জন্মগ্রহণ করেন। ১৯৫৬ সাল থেকে ১৯৬১ সাল পর্যন্ত তিনি ভিয়েনা বিশ্ববিদ্যালয় থেকে আইনে ডক্টরেট ডিগ্রী লাভ করেন। এরপর তিনি রাজনীতিতে প্রবেশ করেন। ১৯৬৩ সালে তিনি অস্ট্রিয়ার কংগ্রেসের সোশালিস্ট পার্টির সচিবের দায়িত্ব পালন করেন। ১৯৭১ সালে তিনি সংসদের সদস্য ছিলেন। ১৯৮০ সালে তিনি সোশিয়ালিস্ট পার্টির ভাইস চেয়ারম্যান ছিলেন। ১৯৮৩ সাল থেকে ১৯৮৭ সাল পর্যন্ত তিনি
(হেইনজ ফিশার চীন সফরকালে) বিজ্ঞান, প্রযুক্তি ও গবেষণা মন্ত্রীর দায়িত্ব পালন করেন। ১৯৮৭ সাল থেকে ১৯৯০ সাল পর্যন্ত তিনি কংগ্রেসের সোশিয়ালিস্ট পার্টির চেয়ারম্যান ও সংসদ সদস্য ছিলেন। ১৯৯০ সালে তিনি কংগ্রেসের স্পীকারের দায়িত্ব পালন করেন। ১৯৯৪ সাল থেকে ১৯৯৬ সাল পর্যন্ত তিনি একটানা দু'বার কংগ্রেসের স্পীকার নির্বাচিত
(হেইনজ ফিশার চীনের প্রধানমন্ত্রী ওয়েন চিয়াপাও'র সঙ্গ) হন। ২০০২ সালে তিনি কংগ্রেসের দ্বিতীয় স্পীকারের দায়িত্ব পালন করেন। ১৯৯২ সাল থেকে তিনি ইউরোপের সোশাল ডেমোক্রেসি পার্টির ভাইস চেয়ারম্যানের দায়িত্ব পালন করেন।
(হেইনজ ফিশার পেইচিংয়ের একজন নাগরিকের বাসায়)
২০০৪ সালের এপ্রিল মাসে ফিশার প্রেসিডেন্ট নির্বাচিত হন। তিনি জুলাই মাসে শপথ গ্রহণ করেন।
ফিশার ১৯৮৪, ১৯৯২ ও ১৯৯৭ সালে তিনবার চীন সফর করেন। তাঁর এক ছেলে ও এক মেয়ে রয়েছে।
|