ছিংহাই তিব্বত মালভূমির পশ্চাদবর্তী অঞ্চল চীনের ইয়াংসি নদী , হলুদ নদী ও লানছান নদীর উত্পত্তি স্থল । এ অঞ্চলের মোট আয়তন ৩.৬ লাখ বর্গকিলোমিটার , সমুদ্রপৃষ্ঠ থেকে গড়পড়তা উচ্চতা চার হাজার মিটারের উপর । এই অঞ্চল তিনটি নদীর উত্পত্তি স্থল বলে তার নাম দেয়া হয়েছে সান চিয়ান ইউয়ান । গত দু বছরে এ অঞ্চলের পরিবেশ রক্ষা ও অবকাঠামো নির্মানে লক্ষণীয় সাফল্য অর্জিত হয়েছে ।
জানা গেছে , সান চিয়ান ইউয়ান অঞ্চলের পরিবেশ রক্ষা ও অবকাঠামো নির্মানে মোট ৭.৫ বিলিয়ন ইউয়ান বরাদ্দ করা হয়েছে । এ বছরের জুন মাসের শেষ নাগাদ মোট ত্রিশ হাজার অধিবাসী এ অঞ্চলে প্রতিষ্ঠিত ৯টি ছোট নগরে স্থানান্তর করেছে ।
|